😼 এ যেন 'রক্ষকই ভক্ষক'-এর মতো বিষয়। CID এর বিরুদ্ধেই কিনা উঠল চুরির অভিযোগ! কিন্তু ঠিক কী ঘটেছে? কেনই বা এমন অভিযোগ ভাবছেন? আসলে কিছুই নয়, যা ঘটেছে সেটা সবই পর্দার অর্থাৎ সোনি চ্যানেলের শো CID তে। সেই শোয়ের বিরুদ্ধে একজন ইউটিউববার দৃশ্য চুরির অভিযোগ এনেছেন।
আরও পড়ুন: ꦇপরিণীতাকে টক্কর দেওয়ার মাঝেই নম্বর কমলো পরশুরামের, চমক রাঙামতীর, বেঙ্গল টপার কে?
কী ঘটেছে?
🀅কিছুদিন আগেই সোনি টিভির তরফে ঘোষণা করা হয় যে CID এর এসিপি প্রদ্যুম্ন নাকি মারা গেছেন। অনেকেই ভাবেন যে শিবাজী সাতাম বুঝি মারা গেছেন। আসলে সেটা নয়। মৃত্যু হয়েছে চরিত্রটির। আর সেই কারণেই বর্তমানে চর্চায় আছে এই শো। আর তারই মাঝেই বিতর্কে নাম জড়াল এটির। একজন শিল্পী ইনস্টাগ্রামে দেখিয়েছেন কীভাবে এই শো তাঁর কিছু ইউটিউব ভিডিয়ো ব্যবহার করেছেন গ্রাফিতি দেখানোর জন্য।
♕CID তে বর্তমানে দেখানো হচ্ছে এসিপি প্রদ্যুম্নকে যে খুন করেছে সেই বারবোসার সঙ্গে বাকি টিম লড়াই করছে। মুম্বই শহর জুড়ে কিছু ইঙ্গিতবহ গ্রাফিতি দেখা যাচ্ছে সেগুলোর উৎস এবং অর্থই বর্তমানে খুঁজছে দয়া এবং অভিজিৎ। আর সেই গ্রাফিতিগুলোই নাকি চুরি করে ব্যবহৃত হয়েছে এই শোয়ে।
෴সোমবার মুম্বইয়ের একজন গ্রাফিতি শিল্পী মুজ গ্রাফিতি তাঁর ইনস্টাগ্রামে এই কথার প্রমাণে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে CID শোয়ের তরফে তাঁর কাজ চুরি করে ব্যবহার করা হয়েছে। কপিরাইট আইন ভঙ্গ করা হয়েছে। মুজ তাঁর নিজের পোস্ট করা ভিডিয়োগুলোও দেখিয়েছেন।
🧔এটি পোস্ট করে এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম কারণ এই শো আমরা ছোট থেকে এই শো দেখেছি। আর সেখানেই নিজের কাজ দেখতে পাওয়া ভালো বিষয়। কিন্তু খালি আমার কাজ নয়, জেলা , এলমার্ট সহ আরও অনেকের কাজ ব্যবহার করা হয়েছে। এখানে মজাটা হল নিজেরা কোনও শিল্পীকে দিয়ে কাজটা না করে ইউটিউব চুরি করে ব্যবহার করেছে। আমার বেশ মজা লেগেছে এতে।'
আরও পড়ুন: 🌊'দাদাভাই আমার দাদাভাই' বলে ডাক! বিশেষভাবে সক্ষম ভক্তকে জড়িয়ে স্নেহ শিলাজিতের, কী কী উপহার পেলেন?
🐲এরপরই নেটিজেনরা মন্তব্য করেছেন এই পোস্টে। এক ব্যক্তি লেখেন, 'এঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিন।' কেউ আবার মজা করে লেখেন, 'এঁরাই চোর, খুনি ধরা আর এঁরাই নাকি নিজেরা চুরি করছে কী কাণ্ড!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তাহলে CID ও অপরাধ করে!'