𒁃 বয়স ৮৯, কিছুদিন আগেই চোখে ছানি অপারেশন হয়েছে। বার্ধক্য জনিত অসুখে জর্জরিত ধর্মেন্দ্র। কিন্তু তাও বড় ছেলের নতুন ছবির প্রিমিয়ারে এসে নেচে সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি। প্রবীণ এই অভিনেতার এনার্জি দেখে হতবাক সকলে।
💟আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে সানি দেওল অভিনীত ‘জাত’। এই সিনেমায় একটি বৃহত্তর অ্যাকশন দেখানো হবে বলে দাবি করেছেন নির্মাতারা। সিনেমাটি শুধু হিন্দি নয়, মুক্তি পাবে তামিল এবং তেলেগু ভাষাতেও। এই সিনেমায় সানি ছাড়া অভিনয় করবেন রণদীপ হুডা, বিনীত কুমার সিং, সাইয়ামি খের, রেজিনা ক্যাসান্দ্রা।
আরও পড়ুন:🦄 'দয়া করে সিট বেল্ট...', স্ত্রীর দুর্ঘটনার প্রসঙ্গ টেনে সতর্কবার্তা দিলেন সোনু
আরও পড়ুন:꧟ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘দ্যা ডিপ্লোম্যাট’, জন বললেন,'এটা পাকিস্তান বিরোধী সিনেমা…',
🃏৯ এপ্রিল ছিল ‘জাত’ সিনেমার স্ক্রীনিং অনুষ্ঠান। এই অনুষ্ঠানের রেড কার্পেটে সকলের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র। ছেলের সিনেমার হঠাৎ করেই ঢোলের তালে নাচ করতে শুরু করেন তিনি। এক ঝাঁক পাপারাৎজিদের সামনে তিনি প্রাণ খুলে নাচ করতে শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে দেখা যায় প্রবীণ অভিনেতাকে উৎসাহ দিতে।
🐈এদিন ধর্মেন্দ্র পরেছিলেন এটি কালো এবং সোনালী রঙের শার্ট, কালো রঙের প্যান্ট, কালো রঙের টুপি। ৮৯ বছর বয়স হয়ে গেলেও তিনি যে নিজেকে এখনও চির যুবক হিসেবে ধরে রাখতে চান, সেটা প্রমাণ হয়ে যায় এই ভিডিয়ো দেখে।
ﷺপ্রসঙ্গত, গত ১ এপ্রিল ধর্মেন্দ্রকে চোখে ব্যান্ডেজ অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে জিজ্ঞাসা করায় তিনি বলেন, ছানি অপারেশন হয়েছে। তবে অপারেশন হওয়ার পরেও তিনি সাবলীলভাবে ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যান এবং সকলকে হাত নাড়িয়ে বলেন, তিনি ভাল আছেন।
আরও পড়ুন:ꦐ পুজো দিয়েই পেট পুজো! ভিন রাজ্যে ছোটবেলার কোন স্বাদ খুঁজে পেলেন স্বস্তিকা?
আরও পড়ুন: ꦿরীতেশের বিরুদ্ধে একাই মহাভারত রচনা অজয়ের, সামনে এল ‘রেইড ২’-র ট্রেলার
ꦆঅপারেশন হওয়ার পরেও মনোজ কুমারের মৃত্যুর খবর শুনে বন্ধুর বাড়িতে ছুটে যান ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র এই ছোট ছোট ঘটনাগুলি বারবার প্রমাণ করে দেয় তিনি বয়সের দিক থেকে বা শারীরিক দিক থেকে যতই প্রবীণ হয়ে যান না কেন, মানসিকভাবে তিনি আজও নিজেকে এক চিরযুবক হিসেবে ধরে রেখেছেন।