খুড়তুতো ভাই আদরের বিয়ে, তাই মেহেন্দি থেকে সঙ্গীত যেকোনও অনুষ্ঠানই জমিয়ে উপভোগ ক♚রতে ছাড়ছেন না রণবীর-করিনা-করিশ্মারা। বিয়েটা ২১ তারিখ, তবে তার আগে ১৯ ফেব্রুয়ারি ছিল আদর জৈন ও আলেখা আডবানির মেহেন্দি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেরই ন🐻ানান ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই সিনেমার পর্দার মতোই আরও একবার যেন 'ডিভা' হয়েই ধরা দিলেন বেবো।
সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম রেডিটে উঠে আসা ভি🌳ডিয়োতে নিজের সিনেমা ‘বীরে দি ওয়েডিং’ (২০১৮) এর পার্টি ট্র্যাকে নাচতে গিয়ে ডান্স ফ্লোরে আগুন ধরালেন এই কাপুর নন্দিনী। প্রথমে হবু ভাতৃবধূ আলেখার সঙ্গে নাচতে নাচতেই হাত ধরে ভাই আদরকে ডান্স ফ্লোরে তুꦑলে আনেন বেবো। তাঁদের নাচের সঙ্গে উপস্থিত সকলকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
আরও পড়ুন-‘মা বলত🐟 ওকে আগলে রাখার দায়িত্ব আমার, কোন🌠ও দিন মানিনি…' রক্তাক্ত অবস্থায় কীসের আফসোস করছেন মিমি?
এদিনের অনুষ্ঠানে সব্যসাচী ম্যাক্সি ড্রেসে থাই হাই স্লিট ড্রেসে দেখা যꦓায় করিনাকে। এই ভিডিয়ো দেখে তাঁর ননদিনী বোবের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।