💟 অতি সম্প্রতি ভৌতিক ছবি ছোড়ি-২তে একজন দুষ্ট দাসীর চরিত্রে অভিনয় করেছেন সোহা আলি খান। তবে শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তবেও ভূত দেখার ও ভৌতিক ঘটনার অভিজ্ঞতা আছে শর্মিলা কন্যার। আর এই অভিজ্ঞতা সবটাই তাঁদের পৈত্রিক বাড়ি ঘিরে। সম্প্রতি Mirchi Plus-কে দেওয়া এক সাক্ষাৎকারে এবিষয়েই কথা বলেছেন পতৌদিদের রাজকন্যা সোহা আলি খান।
ಌসাক্ষাৎকারে সোহা একটি প্রকৃত ভয়ঙ্কর ঘটনার কথা বলেছেন যার ফলে তার পরিবার তাঁদের পৈত্রিক বাড়ি ছেড়ে পতৌদি প্রাসাদে চলে গিয়েছিল।
ঠিক কী ঘটেছিল সোহা আলি খানের পৈত্রিক বাড়িতে?
🌳সাক্ষাৎকারে সোহাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কখনও বাস্তবে এমন ভূতুড়ে ঘটনার মুখোমুখি হয়েছেন? সে কথা ধরেই সোহা বলেন, তাঁদের পৈত্রিক বাড়ি পীলি কোঠিতেই এমন ঘটনা ঘটেছিল।
🅺সোহা জানিয়েছেন, তাঁদের পতৌদি পরিবার তাঁদের বিখ্যাত পতৌদি প্রাসাদে বসতি স্থাপনের আগে, তাঁরা এর কাছেই তুলনামূলক একটি কম পরিচিত বাড়িতে থাকত। যে প্রাসাদটির নাম পিলি কোঠি।
🎶সোহা জানান, সেখানেই তাঁর প্রপিতামহীকে একবার ভূত চড় মেরেছিল বলে জানা যায়। এমনকি তাঁর মুখে সেই মারের চিহ্নও থেকে গিয়েছিল, যাতে স্বাভাবিকভাবেই পুরো পরিবারকে আতঙ্কিত হয়ে পড়ে। এরপরই তাঁরা সেই রাতেই ব্যাগপত্র গুছিয়ে তারা পতৌদি প্রাসাদে চলে যায়। তারপর থেকে সকলে পতৌদি প্রাসাদেই থাকত।
💃সোহা বলেন, ‘আমার বক্তব্য হল, সেই ঘটনা প্রকৃতপক্ষেই ঘটুক বা না ঘটুক, ওই জায়গাটি কিন্তু এটি এখনও খালি। আর ওই বাড়ি পতৌদি প্রাসাদের ঠিক পাশে একটা দুর্দান্ত জায়গায় এখনও পরিত্যক্ত হয়েই রয়ে গেছে। মানুষ কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ওই জায়গাটি দখলও করে নি।’
পিলি কোঠি সম্পর্কে কী জানা যায়?
🃏১৯৩৪ সালে পতৌদি প্রাসাদ তৈরি হওয়ার আগে, পতৌদি পরিবার পিলি কোঠী নামে তথাকথিত একটা ছোট বাড়িতে বাস করত। এক সময়, ভোপালের নবাব পতৌদি পরিবারের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ হিসাবে জানিয়েছিলেন তাঁদের বাড়িটি খুব ছোট এবং তার মেয়ের জন্য উপযুক্ত নয়। এই প্রত্যাখ্যানের ফলে নবাব ইফতিখার আলি খান একটি বিশাল নতুন প্রাসাদ নির্মাণ করেন, যা বর্তমানে পতৌদি প্রাসাদ নামে পরিচিত।
ছোড়ি-২
♐প্রসঙ্গত বিশাল ফুরিয়া পরিচালিত ছোড়ি-২, ২০২১ সালের ছবি ছোড়ি-র সিক্যুয়েল এর ধারাবাহিক। নুশরত ভরুচা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। আর সোহা-র চরিত্রটি পার্ট-২ তে নতুন সংযোজন, খল চরিত্রে অভিনয় করছেন তিনি।এই ছবিতে গাশ্মীর মহাজানী, হার্দিকা শর্মা, মুকুল শ্রীবাস্তব এবং কুলদীপ সারেন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।