𓃲 বলিপাড়ার দুই সুপারস্টার অক্ষয় কুমার ও সলমন খানের বন্ধুত্ব বহু পুরনো। প্রায় একই সময়ে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন তাঁরা। দুজনেই একে অপরের সঙ্গে সুন্দর বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। অক্ষয় ও সলমন একসঙ্গে 'মুঝসে শাদি করোগি' এবং 'জান-ই-মান' সহ বেশকিছু হিট ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন।
🤡তবে টানা বেশ কয়েকটি ছবির কন্টেন্ট এবং সেই ছবিগুলির বক্স অফিস ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছেন সলমন। ভাইজানের অতি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'সিকান্দর'ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।। এদিকে মঙ্গলবার দিল্লিতে নিজের আসন্ন ছবি 'কেশরী চ্যাপ্টার ২'-এর একটি বিশেষ অনুষ্ঠানে অক্ষয়ের সঙ্গে কথা বলেছে HT সিটি। সেখানেই আক্কিকে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক সময় বড় তারকা ছবি ভালো করছে না, সলমনের 'সিকান্দর'-নিয়ে এমনই আলোচনা হচ্ছে।
🐓আরও পড়ুন-'উনি আমাকে ঠকিয়েছেন, চুপিচুুপি…', গদর ২র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক আমিশা প্যাটেল
🔯আরও পড়ুন-আগামী ২ বছর এই বাড়িতেই থাকবেন শাহরুখ-গৌরী, সামনে এল অ্যাপার্টমেন্টের নতুন ভিডিয়ো..
🌸উত্তরে আক্কা বলেন, ‘দেখুন, এটা ভুল কথা। এমনটা হতে পারে না। টাইগার জিন্দা হয় এবং সবসময় থাকবে। সলমন এমন জাতের টাইগার যার জীবনে কখনোই মৃত্যু হয় না’ অক্ষয় HT City-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।
ꦗএদিকে তথ্য বলছে মুক্তির পর বক্স অফিসে ১৭ দিনের মাথায় মাত্র ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে সলমনের ছবি সিকন্দর। আর সব মিলিয়ে দেশিয় বক্স অফিসে সলমনের ছবির ব্যবসা দাঁড়িয়েছে মাত্র ১০৯ কোটি। ছবিটি মুক্তির পর প্রথম সপ্তাহে মোটামুটি সম্মানজনক ফল করেছিল। প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবিপ আয় ছিল ৯০ কোটি। আর এরপরই ধীরে ধীরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। ছবির কালেকশনে গতি ক্রমাগত স্লথ হয়ে যায়।
♔এদিকে এরই মাঝে মুক্তি পায় সানি দেওলের ছবি ‘জাঠ’। সেটি আসার পর 'সিকন্দর'-এর ব্যবসা আরও কম হতে শুরু করে। আবার এরই মধ্যে আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে আক্কির ছবি 'কেশরী চ্যাপ্টার ২'।