♔ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছ থেকে ইতিহাস শিখবেন না। মহাত্মা গান্ধীকে নিয়ে ভুল তথ্য দেওয়ায় জনগণকে সতর্ক করে দিয়েছেন বিজেপি সাংসদ লহর সিং সিরোয়া। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের সঙ্গে পডকাস্টে খোলামেলা আলোচনার ভিডিয়ো পোস্ট করেছেন রাহুল তাঁর নিজের ইউটিউব চ্যানেলে। সেখানে নিজের প্রপিতামহ তথা দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালক্রমে যে সব কংগ্রেস নেতাকে নিজের প্রচারের অঙ্গ করে ফেলেছেন, সেই মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেল এবং সুভাষচন্দ্র বসুর কথাও স্মরণ করেছেন কংগ্রেস সাংসদ।
꧂রাহুল গান্ধী বলেন, ‘সততা ও সাহস আমি নেহরুর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নেহরু আমাদের কখনও রাজনীতি সেখাননি, বরং ভয়ের মুখোমুখি হতে সত্যের পক্ষ নিতে শিখিয়েছেন। তাঁর কাছ থেকে আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হল সত্যের জন্য নিরলস অনুসন্ধান।’ তাঁর কথায়, 'নেহরু আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে ও কৌতূহলী হতে শিখিয়েছেন। এটা আমার রক্তে রয়েছে।' প্রসঙ্গক্রমে নিজের ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথাও তুলে ধরেন কংগ্রেস নেতা।
♋আরও পড়ুন-Nishikant Dubey: 'টিউবলাইট বিজেপি!' সুপ্রিম কোর্ট ইস্যুতে নিশিকান্তকে তুলোধনা বিরোধীদের
🐼এরপরেই বিজেপি রাহুলকে ভুল ইতিহাস তুলে ধরার জন্য নিশানা করেছে। কারণ ওই পডকাস্টে রাহুল বলেছিলেন, মহাত্মা গান্ধীকে ব্রিটেনে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। পরে তাঁর প্রপিতামহ এবং ভাইয়েরা প্রতিশোধ নিয়েছিলেন। ঘটনাটা আদতে ঘটেছিল দক্ষিণ আফ্রিকায়। এরপরেই এক্স পোস্টে বিজেপি সাংসদ লহর সিং সিরোয়া বলেন, ‘আমি কৌতূহলবশত রাহুল গান্ধীর সাক্ষাৎকারটি দেখেছিলাম। কারণ তিনি তাঁর প্রপিতামহ পণ্ডিত নেহেরুর কথা বলছিলেন। তবে, আমি খুব হতাশ হয়েছিলাম যখন তাঁকে (২ মিনিট ৪০ সেকেন্ডে) বলতে শুনলাম যে মহাত্মা গান্ধীকে ইংল্যান্ডে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল।' তিনি আরও বলেন, 'আমি আমার অন্য ফোনে ভিডিওটি রেকর্ড করেছি যাতে পরে এটিকে এডিট করে ধামাচাপা না দেয়। রাহুলের কাছ থেকে কেউ যেন ইতিহাস জানতে না যান।আমি রাহুলজির মতো উচ্চশিক্ষিত না হলেও এটুকু জানি যে গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকায় ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। দুঃখের বিষয় যে নেহেরু সেন্টারের লোকেরা, সমস্ত বুদ্ধিমান কংগ্রেস সদস্য এবং সন্দীপ দীক্ষিত ভিডিওটি প্রকাশ করার আগে এই ত্রুটিটি লক্ষ্য করেননি।
🉐বিজেপি সাংসদ বলেন, 'রাহুল ভিডিওতে আরও বলছেন যে তাঁর প্রপিতামহ এবং ভাইয়েরা মহাত্মা গান্ধীর অপমানের প্রতিশোধ নিতে কিছু ব্রিটিশকে প্রথম শ্রেণীর কামরা থেকে বের করে দিতে এলাহাবাদ রেল স্টেশনে গিয়েছিলেন। ১৮৯৩ সালের জুনে, যখন দক্ষিণ আফ্রিকায় গান্ধীজিকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল, তখন নেহেরুর বয়স ছিল মাত্র ৪ বছর। ৪ বছরের কোনও শিশু কিভাবে প্রতিবাদ করতে এলাহাবাদ রেল স্টেশনে গিয়েছিল।'