🌠৪৫ বছরের এক মহিলাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছিল। এরপর তাকে গুলি করা হয়েছে বলেও অভিযোগ ছিল। গত মাসে উত্তরপ্রদেশের বেরেলিতে মারা গিয়েছেন মনে করে তাকে ফেলে রেখে চলে গিয়েছিল বলে দাবি করা হয়। এদিকে পুলিশ তদন্ত করে দেখেছে গোটা বিষয়টি কার্যত সাজানো হয়েছিল।
𒈔তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই তথাকথিত নির্যাতিতা এক হাতুড়েকে দিয়ে নিজের শরীরে অপারেশন করিয়েছিলেন। এরপর শরীরে গুলি ভরে দেন। আসলে তার লক্ষ্য ছিল এক রাজনীতিবিদ ও তার ছেলেকে ফাঁসানো।
♒প্রথমে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তারপর তাকে গুলি করা ও তিনি মারা গিয়েছেন ভেবে রাস্তার পাশে ফেলে দেওয়ার অভিযোগ। বেরেলি কোতোয়ালি থানার অন্তর্গত গান্ধী উদ্যান এলাকার ঘটনা। গত ২৯ মার্চ রাতে হয়েছিল বলে দাবি করা হয়।
♛বেরেলির অ্যাডিশনাল সুপারিন্টেডেন্ট অফ পুলিশ সিটি মানুশ পারেখ জানিয়েছেন, পাঁজর ও কাঁধের মাঝে ডানদিকে বুলেটটি গেঁথে ছিল এটা বোঝানোর জন্য যে তাঁকে গুলি করা হয়েছে। তবে তদন্তে নেমে একাধিক বিষয় উঠে আসে। এরপর বোঝা যায় যে অপারেশন করে বুলেটটি শরীরে রাখা হয়েছে। এরপর এটা বোঝানোর চেষ্টা করা হয় যে কয়েকজন অপরিচিত মানুষ তাকে গুলি করেছে যখন ২৯ মার্চ তিনি বাড়ি ফিরছিলেন। রাজনীতিবিদের পুত্রের কথা বলা হচ্ছিল এই ঘটনার পেছনে।
📖ওই পুলিশ কর্তা জানিয়েছেন, ওই মহিলা এর আগে ২০২২ সালে অভিযোগ করেছিলেন যে চলন্ত গাড়িতে ওই রাজনীতিবিদ তাকে ধর্ষণ করেছিলেন। তখনও জানা যায় যে অভিযোগ মিথ্য়ে।
💖পুলিশ জানিয়েছে, এবার ওই মহিলা নিশানা করেছিলেন রাজনীতিবিদের পুত্রকে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে বিবৃতি দেন যে পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ধর্ষণ করে। এরপর রাজনীতিবিদের ছেলের কাছ থেকে ফোন পাওয়ার পরে তাকে গুলি করে। মহিলা বলেন, ফোনের ওই প্রান্ত থেকে বলা হয়েছিল, শেষ করে দে। বাবাকে বড্ড জ্বালিয়েছে এই মহিলা।
🐎প্রথমে তদন্তকারীরা ব্যাপারটি বিশ্বাস করে ফেলেন। কিন্তু পরে বোঝা যায় কিছু একটা অসংগতি রয়েছে। পরে ফরেনসিক পরীক্ষায় দেখা যায় ক্ষত বা গুলিতে গান পাউডার নেই। পরে সিসি ক্যামেরাতে দেখা যায় মহিলা অটো চেপেই এলাকায় যান। আর এখানেই তিনি দাবি করেছিলেন তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়।
💮পরে সেই মহিলা জেরায় ভেঙে পড়ে জানান একজন স্থানীয় হাতুড়ে তার শরীরে বুলেটটি অপারেশন করে বসিয়েছিল। তিনি ভেবেছিলেন বুলেট দেখে হয়তো সকলেই বিশ্বাস করবেন। কিন্তু গান পাউডারের বিষয়টি মাথায় ছিল না।
পুলিশ ওই মহিলা সহ আরও দুজনকে পুলিশ জেরা করছে।