𓂃 স্যুটকেসের ভিতরে লুকিয়ে বান্ধবীকে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হস্টেলে নিয়ে যাওয়ার চেষ্টা যুবকের। কিন্তু, সেই চেষ্টা সফল হলে না। হস্টেলের ঘিরে প্রবেশের আগেই নিরাপত্তারক্ষীদের কাছে হাতেনাতে ধরা পড়ল সেই যুবক এবং তাঁর বান্ধবী। ঘটনাটি হরিয়ানার সোনিপতের ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: 🔴প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দিলেন, শুভজিৎ এবং সুকন্যার গালে টিকা লাগালেন শ্রেয়া?
💃সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োই দেখা যাচ্ছে, ওই যুবক একটি বড় স্যুটকেস নিয়ে ছেলেদের হস্টেলে প্রবেশ করছিল। প্রথমদিকে সবকিছু ঠিকঠাক ছিল। তবে হস্টেলের ঠিক প্রবেশপথেই স্যুটকেসের ভিতর থেকে একটি মেয়ের চিৎকার শুনতে পান নিরাপত্তারক্ষীরা। তাতেই তাঁদের সন্দেহ হয়। এরপর তাঁরা স্যুটকেসের ভিতরে কী আছে তা পরীক্ষা করতে এগিয়ে যান। যদিও যুবক জানান, ভিতরে লাগেজ রয়েছে। তবে তাতে সন্দেহ কাটেনি নিরাপত্তারক্ষীদের। আর স্যুটকেসটি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় নিরাপত্তারক্ষীদের। স্যুটকেসের ভিতরে যুবতীকে দেখতে পেয়ে শুধু নিরাপত্তারক্ষীরাই নন, সেখানে থাকা সকলে হতবাক হয়ে যান। পরে জানা যায়, আসলে ওই যুবতী হলেন যুবকের বান্ধবী।
𒅌সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দ্রুত ভাইরাল হচ্ছে। নেটিজানরা এর তীব্র প্রতিক্রিয়া জানান। কেউ কেউ এটিকে ভালোবাসার ‘নতুন উচ্চতা’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ এই কাজটিকে দায়িত্বজ্ঞানহীন বলেই উল্লেখ করেছেন। একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভালোবাসার নামে প্রেমিকাকে স্যুটকেসে ভরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর কি প্রেমিক-প্রেমিকারা ব্যাগে থাকবে?’ আরেকজন, হস্টেলের নিয়ম ভাঙার অভিযোগ তুলেছেন। অনেককের কাছেই আবার এই ঘটনা হাস্যকর বলে মনে হয়েছে।যদিও এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনও মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। তবে প্রতিবেদন অনুযায়ী, হস্টেল কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত করছে। এরসঙ্গে জড়িত পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।