শনিবার সল্টলেকের যুবভারতীয় ক্র🎃ীড়াঙ্গনে চলতি ইন্ডিয়ান সুপার লিগের হাই-ভোল্টেজ ফাইনালে সম্মুখস🎀মরে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ফাইনালের আগেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে এবছর গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস জিতছেন কারা।
সব থেকে বেশি গোল করে গোল্ডেন বুট পুরস্🌼কারের দৌড়ে সবার থেকে বিস্তর এগিয়ে রয়েছেন নর্থ-ইস্ট ইউনাইটেড এফসির আলাদিন আজারেই। তিনি এবারের আইএসএলে মোট ২৩টি গোল করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির সুনীল ছেত্রী ফাইনালের আগে পর্যন্ত মোট ১৪টি গোল করেছেন। সুতরাং, ফাইনালে ১০টি গোল করে আজারেইকে টপকে যাবেন ছেত্রী, এমনটা দুঃস্বপ্নেও ভাবা সম্ভব নয়।
অন্যদিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথের গোল্ডেন গ্লাভস জেতা প্রায় পাকা। তিনি এই মরশুমে ২৫টি ম্যাচে বাগানের তেকাঠির নীচে দাঁড়িয়েছেন। ১৫টি ম্যাচে বিশালের রক্ষণ ভেদ করতে পারেনি🔯 প্রতিপক্ষ দল। এবারের আইএসএলে এত বেশি ক্লিন-শিট দিতে পারꦇেননি আর কোনও গোলকিপার। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকা গুরপ্রীত ৮টি ম্যাচে ক্লিনশিট দিয়েছেন। বিশাল ১২৫ মিনিট ছাড়া ছাড়া ১টি করে গোল খেয়েছেন। তিনি মাঠে কাটিয়েছেন ২২৫০ মিনিট। আপাতত ফাইনালের আগে এবারের আইএসএলের যাবতীয় ব্যক্তিগত পরিসংখ্যানে চোখ রাখা যাক।
সব থেকে বেশি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন কোন ৫ জন
১. আলাদিন আজারেꩵই (নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি)- ২৩টি গোল করেছেন।
২. সুনীল ছেত্রী ⭕(বেঙ্গালুরু এফসি)- ১৪টি গোল করেছেন।
৩. জ๊েসুস জিমেনেজ নু🔯নিজ (কেরালা ব্লাস্টার্স এফসি)- ১১টি গোল করেছেন।
৪. জেমি ম্যাকলারেন (মোহনবাগান সুপা𒉰র জায়ান্ট💯)- ১১টি গোল করেছেন।
৫. লুকা মাজসেন (পঞ্জাব এফসি)- ১০টি গোল করেছেন।
সব থেকে বেশি ক্লিন-শিট দিয়ে গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন কোন ৫ জন
১. বিশাল কাইথ (মোহনবাগান সুপার জায়ান্ট)✤- ১৫টি ম্যাচে ক্লিন-শিট দিয়েছেন।
২. ফুꩵরবা লাচেনপা (মুম্বই সিটি এফসি)- ৮টি ম্যাচে ক্লিন-শিট দিয়েছ⛄েন।
৩. গুরপ্রীত সিং সান্ধু (বেঙ্গালুরু এফসি)- ৮টি ম্🔴যাচে ক্লিন-শিট দিয়েছে⭕ন।
৪. হৃত্বিক তিওয়ারি🤡 (এফসিꦕ গোয়া)- ৭টি ম্যাচে ক্লিন-শিট দিয়েছেন।
৫. গুরমীত সিং চাহাল (নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি)- ৭꧃টি ম্যাচে ক্লিন-শিট দিয়েছেন।
সব থেকে বেশি গোলের পাস বাড়িয়েছেন কোন ৫ জন
১. কনর ♒জন শিল্ডস (চেন্নাইয়িন এফসি)- ৮টি গোলের পাস বাড൲়িয়েছেন।
ജ২. আদনান হুগো বউমস (ও𝓰ড়িশা এফসি)- ৭টি গোলের পাস বাড়িয়েছেন।
৩. আল🌃াদিনꩵ আজারেই (নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি)- ৭টি গোলের পাস বাড়িয়েছেন।
৪. জেসন কামিন্স (মোহনবাগান সুপার জায়ান্ট)- ৬টি গোলের পাস বাড়িয়েꦅ🌼ছেন।
৫. দিয়েগো মুরিসি🍃ও (ওড়িশা এফসি)- ৬টꦬি গোলের পাস বাড়িয়েছেন।
সব থেকে বেশি গোলের সুযোগ তৈরি করেছেন কোন ৫ জন
১. কনর জন শিল্ডস (চেন্নাইয়িন ꦗএফসি)- ৭৬টি সুযোগ তৈরি করেন।
২. আদ্রিয়ান নিকোলꦐাস (কেরালা ব্লাস্টা𓃲র্স এফসি)- ৫৫টি সুযোগ তৈরি করেন।
৩. আলাদ💙িন আজারেই (নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি)- ৫২টি সুযোগ 💦তৈরি করেন।
৪. আদনান হুগো বউমস (ওড়িশা এফ🎀সি)- ৪৭টি সুযোগ তৈরি করেন।
৫. বুয়ানথাংলুন 𒉰সামতে (নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি)- ৪৩টি সুযোগ তৈরি করেন।
সব থেকে বেশি গোল সেভ করেছেন কোন ৫ জন
১. অ্যালবিনো গোমেজ (জামশেদপুর এফসি)- ১০২টি🅰 গোল সেভ করেছেন।
২. অমরিন্দ🧸র সিং (ওড়িশা 📖এফসি)- ৮২টি গোল সেভ করেছেন।
৩.♛ গুরপ্রীত সিং সান্ধু (বেঙ্গালুরু এফসি)- ৭৮টি গোল সেভ করেছেন।
৪. বিশাল কাইথ (মোহনবাগান সুপার জায়া🔥ন্ট)- ৭১টি গোল সেভ করেছেন।
৫. গুরমীত সিং চাহাল (নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি)- ৬৯টি গোল সেভ করে﷽ছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।