একটি বহুতল আবাসনের ১৪ তলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন এক যুবক। আবাসিকদের তৎপরতায় আত্মহত্যার চেষ্টা থেকে ওই যুবককে বাঁচানো সম্ভব হয়েছে। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে কীভাবে ওই যুবক বহুতলে ঝুলে লাফ দেওয়ার চেষ্টা করছে। সময়মতো দুজন আবাসিক পৌঁছে ওই যুবককে রক্ষা করেন। ঘটনাকে কেন্দ্র করে আবাসনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডার সুপারটেক কেপটাউন সোসাইটিতে।
আরও পড়ুন: সল্টলেকে সেচ দফতরের আবাসনের ছাদ থেকে ঝাঁপ, মৃত্যু কলেজ পড়ুয়ার, তদন্তে পুলিশ
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, গেঞ্জি এবং হাফ প্যান্ট পরা অবস্থায় বছর একুশের ওই যুবক ১৪ তালার বারান্দায় ঝুলছে। তা দেখে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন অন্যান্য আবাসিকরা। তখন নিচে থেকে দুইজন ব্যক্তি দৌড়ে গিয়ে যুবককে ধরে ফেলেন। পরে তারা যুবককে ওপরে তোলেন। তারা সময়মতো সেখানে না পৌঁছালে হয়তো যুবককে বাঁচানো সম্ভব হতো না। ঘটনাকে কেন্দ্র করে কার্যত হুলুস্থুল পড়ে যায় আবাসনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। এরজন্য তার চিকিৎসা চলছে। সেই কারণেই এমন কাণ্ড করে বসে ওই যুবক। আরও জানা গিয়েছে, ২১ বছর বয়সি ওই যুবক সুপারটেক কেপটাউন সোসাইটির ১৪ তলায় একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকত। সেখানকার বারান্দা থেকেই লাফ দেওয়ার চেষ্টা করেছিলেন।