শহর কলকাতায় পথ দুর্ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ নিয়ে থাকে পুলিশ।তারপরেও বন্ধ করা যাচ্ছে না দুর্ঘটনা। এমন অবস্থায় পথ দুর্ঘটনা কমাতে পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ। শহরের দুর্ঘটনা প্রবণ এলাকা এবং স্কুল সংলগ্ন রাস্তায় আরও বেশি সংখ্যায় ‘গো স্লো’ বোর্ড লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। সবমিলিয়ে শহরের কয়েকশো বোর্ড লাগানো হবে।
আরও পড়ুন: সাবওয়ে তৈরির জন্য ইএম বাইপাসে ৩ মাস বন্ধ থাকতে পারে রাস্তা, যানজটের আশঙ্কা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের রাস্তায় পথ দুর্ঘটনায় প্রাণহানি কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বোর্ড দেখে চালকরা সচেতন হবে ফলে দুর্ঘটনা কমানো যাবে বলে মনে করছেন পুলিশ। মূলত এই বোর্ড বসানোর জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা এবং ছোট বড় স্কুলগুলি থাকা রাস্তায়। শহরে আরও ৪০০টি গো স্লো বোর্ড বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এর জন্য ৯ লক্ষ টাকা খরচ ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে। বর্তমানে উজ্জ্বল লাল রঙে নির্দিষ্ট চিহ্নের বোর্ড রাস্তায় চোখে পড়ে। নতুন করে যে বোর্ডগুলি লাগানোর সিদ্ধান্ত হয়েছে সেগুলি সাদা রঙের হবে। তার ওপরে কালো রঙে ‘গো স্লো’ লেখা থাকবে। আর তিন কোনা বোর্ডের চারদিকে লাল বর্ডার দেওয়া থাকবে। রাতের অন্ধকারে চালকরা বোর্ড দেখতে পাবেন।
সূত্রের খবর, শহরের কোন কোন এলাকা বেশি দুর্ঘটনাপ্রবণ? কোথায় পথচারীর সংখ্যা বেশি? এছাড়া কোন কোন স্কুলের সামনে এই ধরনের বোর্ড নেয় তা চিহ্নিত করতে বলা হয় প্রতিটি ট্রাফিক গার্ডকে। সেই মতো ট্রাফিক গার্ডের তরফে তথ্য জানানো হয়। তারপরেই ঠিক হয়েছে আরও ৪০০টি বোর্ড বসানো হবে। এবিষয়ে ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অনেক সময় পথচারীদের যেমন অসতর্কভাবে চলতে দেখা যায়, তেমনি চালকদেরও অসতর্কভাবে চলতে দেখা যায়। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। সেই কারণে এই পদক্ষেপ করা হয়েছে। উল্লেখ্য, দুবছর আগে বেহালার চৌরাস্তায় রাস্তা পার করতে গিয়ে লরির ধাক্কায় এক খুদে পড়ুয়ার মৃত্যু হয়েছিল।
সেই ঘটনার পর বেপরোয়া গাড়ি চলাচল নিয়ে সরব হয়েছিলেন অভিভাবকেরা। বেশিরভাগ ক্ষেত্রেই তদন্তে দেখা গিয়েছে, গাড়ির গতি বেশি থাকার ফলে দুর্ঘটনা ঘটেছে। সেই কারণে লালবাজারের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।