মহানায়ক উত্তম কুমারের নাতনি তিনি। তবে টেলিভিশনের দুনিয়াতেও তিনি বেশ পরিচিত মুখ নবমিতা চট্টোপাধ্যায়। আবার ব্যক্তিগত জীবনে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। যদিও সে বিয়ে টেকেনি। কিন্তু এবার কি তবে চুপি চুপি ফের বিয়ে সেরে ফেললেন নবমিতা?
পরনে লাল বেনারসি শাড়ি, গলায় ও গায়ে সাবেকি গয়না, কপালে চন্দন, গলায় ফুলের মালা, আর সিঁদুরদানের পর সিঁথি ভরেছে সিঁদুরে। ২৯ এপ্রিল, সোমবার সোশ্যাল মিডিয়ায় নববধূর বেশে নবমিতার দেখা মিলতেই চমকে ওঠেন নেটিজেনরা। সকলেরই এককথায় প্রশ্ন, ‘ফের বিয়ে করলেন?’ 'দ্বিতীয় বিয়েতে পাত্র কে?' উঠে আসে এমনই হাজারও প্রশ্ন।
আরও পড়ুন-জঙ্গি হামলার পর অতুলকে দেখে কাশ্মীর যেতে চান অনির্বাণ পত্নী, নাট্য়কর্মী মধুরিমাও
তবে নাহ, নবমিতার এই পোস্টের ক্যাপশান পড়লেই বোঝা যায়, যে এটা তাঁর প্রকৃত বিয়ের ছবি নয়। তিনি দ্বিতীয়বার বিয়েও করেননি। কারণ ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘নেড়া বেলতলা তে একবারই যায়’। থ্রোব্যাক ছবি হিসাবেই এটি পোস্ট করেছেন তিনি।
নবমিতা পেশায় অভিনেত্রী। বহু টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। আর তাঁর এই পোস্ট পুরনো কোনও এক সিরিয়ালেরই শ্যুটিংয়ের ছবি। তাঁর বাস্তব কোনও বিয়ের ছবি এটা নয়।
নবমিতা সাফ জানিয়েছেন, দ্বিতীয় বিয়েতে তাঁর পরিবারের কোনও আপত্তি নেই ঠিকই, তবে ফের বিয়ে করার কোনও ইচ্ছেই নেই তাঁর। কারণ তাঁর প্রথম বিয়ের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়, তিক্ত। তাই তাঁর কাছে বিয়ে শব্দটাই এখন আতঙ্কের। ফের বিয়ে করে খারাপ অভিজ্ঞতা হলে তিনি আর নিজেকে সামলাতে পারবেন না। তাই তিনি পরিচিতদের প্রচুর বিয়ের নিমন্ত্রণে গেলেও নিজে বিয়ে করতে এক্কেবারেই নারাজ।
এদিকে ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন পরিচয়ের পর ২০১৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় ও নবমিতা চট্টোপাধ্যায়। তবে তিক্ততার সঙ্গেই ২০২০ সালের অগস্টে ভেঙে গিয়েছিল সেই বিয়ে। যদিও এবিষয়ে ভাস্বরের অভিযোগ ছিল, পরিবারের চাপে নবমিতা তাঁকে বিয়ে করলেও অন্য বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর তৎকালীন স্ত্রীর। এদিকে বিয়ে ভাঙার পর ভাস্বরও আর দ্বিতীয় বিয়ের পথে পা বাড়াননি।
কাজের ক্ষেত্রে নবমিতা এই মুহূর্তে 'বুলেট সরোজিনী' সিরিয়ালে অভিনয় করছেন।