সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে যেভাবে হিংসা ছড়াচ্ছে, তাতে উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালত। আজ (বুধবার - ১৬ এপ্রিল, ২০২৫) সুপ্রিম কো🦩র্টে সংশ্লিষ্ট সংশোধিত আইনের প্রতিবাদে রুজু হওয়া মামলাগুলির একত্রে শুনানি হয়। সংবাদমাধ্যমের হাতে আসা তথ্য বলছে, সেই শুনানির একেবারে শেষ পর্যায়ে এসে ওয়াকফ-হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
আদ🔯ালত সূত্রে জানা গিয়েছে, এদিনের শ𝓡ুনানির একেবারে শেষ পর্যায়ে প্রধান বিচারপতি বার্তা দেন, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। কিন্তু, তার ফলে হিংসাও ছড়াচ্ছে। এটা কাম্য নয়। বিশেষ করে এই আইন নিয়ে যখন আদালতে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে, সেখানে কখনই এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়।
প্রধান বিচারপতি বলেন, 'একটি বিষয় অত্যন্ত ﷺউদ্বেগের। সেটি হল হি𒊎ংসা। বিষয়টি তো আদালতের বিচারাধীন রয়েছে। এবং আমরা সিদ্ধান্ত নেব।'
উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইন অসাংবিধানিক এবং এই আইনে মুসলিম সমাজের অধিকার খর্ব করা হয়েছে, এমনই বেশ কিছু অভিযোগ সামনে রেখে সুপ্রিম কোর্টে একাধিক🅘 মামলা রুজু করা হয়েছে।
দল হিসাবে মামলা রুজু করেছেন জাতীয় কংগ্রেস। এছাড়াও, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম-সহ অনেকেই এই ইস্যুতে মামলা রুজু করেছেন। এদিন সেই সমস্ত মামলার একত্রে শুনানি হয়। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলা শুনানির ꧟জন্য ওঠে।