মাঝ আকাশে বসে কেউ ঝিমোচ্ছিলেন, কেউ আবার বই পড়ছিলেন। কেউ বা সামনের এলইডཧি স্ক্রিনে কোনও একটি ভিডিয়োতে মশগুল। হঠাৎই মাইক নিয়ে ওই বিমানে থাকা বিমানসেবিকা ঘোষণা শুরু করলেন। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান…এটাই আমার শেষ ফ্লাইট। আমি কাজ থেকে পদত্যাগ করলাম।’ সকলেই হকচকিয়ে উঠেছিলেন। কী ব্যাপার? হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর পরেই আসল বোম ফাটালেন ওই বিমানไসেবিকা। জানালেন একটি অনলাইন গেম খেলে ২১ কোটি টাকা জিতেছেন তিনি!
আরও পড়ুন - Viral Video: খাবার চাই, বুদ্ধি খাটিয়ে রোগী সেজ🦂ে শ﷽ুয়ে পড়ল এই পাখি! তাজ্জব নেটিজেনরা
মাত্র ৫০০ টাকা ব্যয় করেছিলেন প্রিয়া শর্মা নামে ওই এয়ার হোস্টেস। তাঁর কথায়, একান্তই মজার ছলে এই খেলাটি খেলেছিলেন। কিন্তু তার বদলে যে ২১ কোটি টাকা জিতে যাবেন, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। প্রিয়া জানিয়েছেন, এই টাকা দিয়ে তিনি এবার নিজের সব স্বপ্ন পূরণ করবেন। আকাশ ওড়ার চেয়েও যে স্বপ𓆏্নগুলি তাঁর 🦩কাছে বেশি দামি।