অবꦿরোধের জেরে আজ (বুধবার - ১৬ এপ্রিল, ২০২৫) সকাল ৮টা থেকে শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক রুট🌟ে থমকে গিয়েছে ট্রেন চলাচল। যার ফলে পরিষেবা ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। শেষ পাওয়া খবর অনুসারে - কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বারুইপুর ও সোনারপুর লাইনে কিছু ট্রেন চললেও সামগ্রিকভাবে পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।
জানা গিয়েছে, হঠাৎ করে লোকাল ট্রেনে সংরক্ষিত মহ🍨িলা কামরার সংখ্য়া ব🌺াড়িয়ে দেওয়ার প্রতিবাদেই চলছে এই অবরোধ। যা প্রথমে শুরু হয় কাকদ্বীপ লাইনের ধপধপি স্টেশন থেকে। ক্রমে তা অন্যান্য স্টেশনেও ছড়িয়ে পড়তে থাকে। ফলে পরিষেবা একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে।
মোট ১২ কামরার লোকাল ট্রেন। তাতে আগে থেকেই দু'টি কামরার🌞 অর্ধেকটা করে অংশ (অর্থাৎ সব মিলিয়ে একটি কামরা) বরাদ্দ রয়েছে শুধুমাত্র পণ্য পরিবহণকারীদের (ভেন্ডর) জন্য। যদিও তারপরও অনেক সময়েই পণ্য-সহ কিছু মানুষ সাধারণ কামরায় উঠে পড়েন। অন্যদিকে, এত দিন এই ১২ বগির ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা ছিল মোট দু'টি। বাকি কামরাগুলি ছিল সাধারণ। অর্থাৎ - সেখানে না𒀰রী-পুরুষ নির্বিশেষে সব যাত্রীই উঠতে পারতেন।
পূর্ব রেলের তরফে আগেই জানানো হয়েছে, লোকাল ট্রেনের (থ্রি-ফেজ লোকাল ট্রেন) দুটি কোচ সম্পূর্ণভাবে মহিলাদের সং🌸রক্ষিত থাকবে। সেইসঙ্গে দু'প্রান্তের দুটি কোচের অর্ধেক অংশে শুধুমাত্র মহিলা যাত্রীরা উঠতে পারবেন। আগে প্রতিটি লোকাল ট্রেনের দুটি প্রান্তের একটি-একটি করে মোট দুটি মহিলা কামরা থাকত। যেখানে শুধুমাত্র মহিলারাই উঠতে পারেন। আর দু'প্রান্তের তৃতীয় কোচের অর্ধেক অংশেও মহিলাদের জন্য সংরক্ষিত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে এতদিন লোকাল ট্রেনে দুটি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকত। এবার সেই সংখ্যাটা তিন হচ্ছে।