বাংলা নিউজ > হাতে গরম > তরুণী ‘শাহরুখ’ বলতেই গলে জল পকেট পরোটা রাজুদা, লিখলেন ‘কী করছ তুমি?’, ভাইরাল ভিডিয়োর কমেন্টে টিপ্পনী নেটপাড়ার
গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছেন মঞ্চের দিকে। এই মুহূর্তকেই ক্যামেরাবন্দি করে ফেসবুকে পোস্ট করেছেন পকেট পরোটার রাজুদা। সেই ভিডিয়োতেই এক তরুণী কমেন্ট করেছিলেন ‘উফফ দাদা আমাদের পুরো শাহরুক’ সেই কমেন্টের রিপ্লাইয়েই দাদাকে এবার লিখতে দেখা গেল, ‘কী যে বলো না, কী করছ?’ নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োটির পাশাপাশি অনেকেরই চোখে পড়েছে সেই কমেন্ট। যেমন এক নেটিজেন রিপ্লাইয়ে লেখেন, ‘কমেন্ট এ পার্সোনাল মেসেজ করনা , ইনবক্স এ গিয়ে কোরো!’
আরও পড়ুন - ‘রাস্তা থেকে তুলে হিরো করে দেব’ দোকানের শাটারে লেখা কিম্ভুত উপদেশ! ভাইরাল পোস্ট
গত বছর থেকেই ‘তিনটে পরোটা-আনলিমিটেড তরকারির’ সুবাদে সারা বাংলা জুড়ে খ্যাতি রাজুদার। বাংলাদেশেও তার খ্যাতি যথেষ্ট। শিয়ালদার এনআরএস গেটের কাছে বর্তমানে তাঁর দোকান। ফুড ব্লগারদের সৌজন্যেই ধীরে ধীরে নেটপাড়ার কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
হাতে গরম খবর