দেবদত্তা মাঝি ও অর্চিস্মান নন্দী। JEE মেইনসে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন তাঁরা। সর্বভারতীয় পরীক্ষায় বিরাট সাফল্য বাংলার পড়ুয়ার।ও উচ্ছ🐭সিত বাংলার মুখ্য়মন্ত্রী।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমাদের দেবদত্তা মাঝি ও 🍸অর্চিস্মান নন্দী। তারা JEE মেইনসে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন। সর্বভারতীয় পরীক൲্ষায় সর্বোচ্চ ব্র্যাকেটে রয়েছে তারা।
এটা আমাদের কাছে অত্যন্ত তৃপ্তির বিষয়𒀰 যে উভয়ই দশম শ্রেণির পরীক্ষায় ২০২৩ সালে শীর্ষস্থানে ছিলেন।
দুজনেই মেধাবী। ২০২৩ সালের প⛦য়লা জুন বিশ্ব বাংলা মেলা প্🏅রাঙ্গনে তাদের সম্বর্ধনা দিয়েছিলাম।
আমি অত্যন্ত খুশি যে দেবদত্তা ওয়েস্ট বಞেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্রী ও উচ্চমাধ্যমিকেও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশনে পড়াশোনা করেছে।
রাজ্য পরিচালিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে স্কলার দেবদত্তা ও ২০২২ সালের এই অলিম্পিয়াডে সবার সেরা হয়েছিল। তাদের সাফল্য আমাদের গর্ব, আমাদের রাজ্যের শিক্ষার মানের নমুনা। উভয়কেই অনেক শুভেচ্ছা। তাদের পাশে থাকার ব্যাপারে আমাদের সরকার দায়বদ্ধ। 'লিখেছেন মমতা 🎐বন্দ্যোপাধ্যায়।
দেবদত্তার পশ্চিমবঙ🔯্গের বোর্ডেই পড়াশোনা। কার্যত সরকার পোষিত স্কুলে পড়ে তার এই সাফল্য নজর কেড়েছে অনেকের।
২০২৩ সালে মাধ্যমিকে﷽ রাজ্যের সেরা হয়েছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবদত্তা মাঝি। তার বাবা জয়ন্ত মাঝি কলেজের অধ্য়াপক। মা শেলী মাঝি হাইস্কুলের শিক্ষিকা।
সেই সময় মাধ্যমিকে প্রথম স্থানের অধিকারী দেবদত্তা মাঝির মা শেলী মাঝি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন, বাবা মা শিক্ষকতা করলে একটꦉু সুবিধা হয়♉। কারণ আমরা ওদের সিলেবাসটা জানি। সেই অনুসারে স্কুল বা টিউশনের বাইরেও নজর দিতে পারি। কতটা পড়ল সেটা বুঝতে পারি। কীভাবে পড়লে ভাল নম্বর পাওয়া যায় এটা আমরা পরামর্শ দিতে পারি। অন্য় পেশার ক্ষেত্রে যাঁরা আছেন তাঁরা সন্তানের সিলেবাসটা জেনে নেবেন। তাহলে ও কতটা এগোচ্ছে এটা বুঝতে পারবেন।
প্রসঙ্গত, হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, কাটোয়ার ডিডিসি গার্লস স্কুলের পড়ুয়া দেবদত্তা। পঞ্চম শ্রেণি থেকেই তিনি ওই স্কুলের ছাত্রী। সর্বভারতীয় জয়েন্টের দুটি সেশনের পরীক্ষাই তিনি দিয়েছেন। কিন্তু বেশি ভালো ফল হয় দ্বিতীয় সেশনে। পশ্চিღমবঙ্গ থেকে অবশ্য দুজন টপার হয়েছে এই বছর। একজন কাটোয়ার দেবদত্তা মাঝি ও অন্যজন খড়গপুরের অর্চিষ্মান�� নন্দী।
ไ২০২৫ সালের দুই ভাগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্র꧒ান্স পরীক্ষা আয়োজিত হলেও দ্বিতীয় পরীক্ষায় বেশি মার্কস পেয়েছেন দেবদত্তা। তাঁর প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল।