বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ভরাডুবির পর বিসিসিআইয়ের বড় পদক্ষেপ। ছেঁটে ফেলা হল ভারতীয়🧔 দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর সাহসী পদক্ষেপ নিল বিসিসিআই। দৈনিক জাগরণ-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে বরখাস্ত করেছে বিসিসিআই। গত বছর টেস্ট ফর্ম্যাটে ভারতের পারফরম্যান্সে বড়সড় অবনতি দেখা গিয়েছিল। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর বর্ডার গাভাসকর ট্রফি রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য।
আরও পড়ুন … রাজস্থানের বিরুদ্ধে জয়, কাকেꦫ কৃতিত্ব ꩲদিলেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল?
দলের পারফরম🎀্যান্স ছিল একেবারে নিম্নমানের এবং ড্রেসিংরুমের অভ্যন্তরীণ গোপন কথা বাইরে ফাঁস হয়ে যাওয়ায় পরিবেশ আরও তিক্ত হয়ে উঠেছিল। এদিকে অভিষেক নায়ারকে বরখাস্ত করার পাশাপাশি বিসিসিআই ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ট্রেনার সোহমকেও দায়িত্ব থেকে অব্যাহতি দি♏য়েছে বলে রিপোর্টে প্রকাশ করা হচ্ছে।
বিসিসিআই আগেই ইঙ্গিত দিয়েছিল, যেসব সাপোর্ট স্টাফ টানা তিন বছর জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। টি দিলীপ ও সোহম তাঁদের মেয়াদ পূর্ণ করলেও, অভিষ๊েক নায়ার মাত্র আট মাস🍬 সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেই বরখাস্ত হলেন।
আরও পড়ুন … ফুটবলার নয়, ভারত সেরার ট্রফি উঠুক ক্রীড়𝐆ামন্ত্রীর হাতে! কী বার্তা দিতে চায় ইস্টবেঙ্গল?
এদিকে বিসিসিআই দিলীপ ও নায়ারের জায়গায় নতুন কাউকে নিয়ে আসবে না বলেই জানা যাচ্ছে। তবে꧂ ট🐻্রেনার সোহমের জায়গায় দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান লে রউক্স-কে আনা হতে পারে। লে রউক্স বর্তমানে আইপিএলে পঞ্জাব কিংসের সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন … আম্পায়ারের সঙ্গে রিয়ানের ঝামেলা! ব্যাট ಞপরিমাপ পরীক্ষায় 🍌ব্যর্থ হতেই মেজাজ হারালেন RR তারকা
রিপোর্টে আরও বলা হয়েছে, খেলোয়াড়দের বাৎসরিক কেন্দ্রীয় চুক্তিতেও বড় পরিবর্তন আসতে পারে। এমনকি কিছু তারকা খেলোয়াড় চুক্তি থেকে বাদ পড়👍♐তে পারেন। জানা গেছে, আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় বিসিসিআইয়ের শীর্ষ কমিটির এক বৈঠকে কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।
জোর গুঞ্জন রয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজাকে A+ ক্যাটেগরি থেকে বাদ দেওয়া হতে পারে, কারণ তাঁরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। যদিও অন্যান্য সূত্র জানিয়েছে, A+ বিভাগে বড়সড় কোনও বাদ পড়ার সম্ভাবনা কম, তবে অন্যান্য ক্যাটেগরিতে পরিবর্তন হতে পারে। বোর্ড আইপিএলের ফাইনালের (২৫ মে) পরেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছ💟ে।