টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্যাচ ধরলেন গ্লেন ফিলিপস? বুধবার করাচিতে পাক♌ দলনায়ক মহম্মদ রিজওয়ানের ক্যাচ ধরতে যে রকম দুরন্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন ফিলিপস, তাতে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। সন্দেহ নেই কিউয়ি তারকার ধরা এই ক্যাচটি টুর্নামেন্টের সেরা ক্যাচের দাবি জানাবে শেষমেশ।
বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামে পাকিস্তান ও🐭 নিউজিল্যান্ড। টস হেরে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড। কিউয়িদের ঝুলিয়ে দেওয়া বড়সড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নামলে ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ফিল্ডিংয়ের উদাহরণ পেশ করেন ফিলিপস।
দ্বিতীয় ইনিংসের ৯.৬ ওভারে উইলিয়াম ও'রোর্কের বলে জোরালো কাট শট খেলেন রিজওয়ান। তিনি মাটি ঘেঁষা শট নিতে পারেননি। বরং বল হাওয়ায় ভাসিয়ে দেন। জোরালো শটে বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা গ্লেন ফিলিপসের বা🀅ঁ-দিক দিয়ে তিরের গতিতে বেরিয়ে যাচ্ছিল। তবে ফিলিপস অত্যন্ত তৎপর ছিলেন। তিনি চকিতে বাঁ-দিকে শরীর ছুঁড়ে দেন।꧋ শূন্যে ওড়া অবস্থায় এক হাতে ক্যাচ লুফে নেন ফিলিপস। ফলে ব্যক্তিগত ৩ রানের মাথায় আউট হয়ে মাঠ ছাড়তে হয় রিজওয়ানকে।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল
শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩২০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। শতরান করেন উইল ইয়ং ও টম লাথাম। ইয়ং ১১৩ বল🅺ে ১০৭ রান করে আউট হন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। লাথাম ১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত 🌳থাকেন। তিনি ১০টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস।
পাকিস্তানের হয়ে ৬৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন নাসিম শাহ। ৮৩ রান🔯 খরচ করে ২টি উইকেট নেন হ্যারিস রউফ। ৪৭ রান খরচ করে ১টি উইকেট দখল করেন আবরার আহমেদ।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.২ ওভারে ২৬০ রানে অল-আউট হয়ে যায়। ৬০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ৯০ বলে ৬৪ রানের ধীর ইনিংস খেলেন বাব๊র আজম। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ৪৯ বলে ৬৯ রান করেন খুশদিল শাহ। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন।
নিউজিল্যান্ডের হয়ে ৪৭ রানে ৩টি উইকেট নেন উইল ও'রোর্ক। ৬৬ রানে ৩টি উইকেট সংগ্রহ করেন মিচেল স্যান্🔯টনার। ২৫ রানে ২টি উ✨ইকেট নেন ম্যাট হেনরি। ম্যাচের সেরা হন টম লাথাম।