ꦗ আইপিএলের ইতিহাসের সব থেকে সফল ব্যাটার বিরাট কোহলি যে আগাগোড়া আরসিবির হয়েই মাঠে নামেন, সেই তথ্য আলাদা করে জানানোর প্রয়োজন হয় না। অর্থাৎ, কোহলি শুধু আরসিবিরই নয়, বরং সার্বিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগেরও সর্বোচ্চ রান সংগ্রহকারী। আরসিবির জার্সিতে আইপিএলে ৮ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন কোহলি।
🦹উল্লেখযোগ্য বিষয় হল, আরসিবির হয়ে আইপিএলে সব থেকে বেশি রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন রজত পতিদার। তিনি বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৫ রান সংগ্রহ করার পথে পাডিক্কালকে টপকে তালিকার দ্বিতীয় স্থান দখল করেন।
ജবিরাট কোহলি যেখানে আরসিবির হয়ে আইপিএলে ৮১৯০ রান সংগ্রহ করেছেন, সেখানে বেঙ্গালুরুর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটার পতিদারের সংগ্রহ সাকুল্যে ৯৮৫ রান। অর্থাৎ, কোহলির সঙ্গে পতিদারের ফারাক ৭ হাজারেরও বেশি রানের।
𝐆কেন কোহলি ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার আরসিবির হয়ে এক হাজারেরও বেশি রান সংগ্রহ করতে পারেননি, সেই নিয়ে চর্চার ফাঁকেই আক্ষেপ প্রকাশ করেন রবিন উথাপ্পা। তাঁর দাবি, আরসিবি কোহলির পরে কেবল রজত পতিদারকে সমর্থন করেছে। আর কোনও ভারতীয় ব্যাটারকে যথাযথ ব্যবহার করেনি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।
﷽উথাপ্পার দাবিকে এক্ষেত্রে সমর্থন করেন সিধু। তিনি দাবি করেন যে, আরসিবি বরাবর বিদেশি ক্রিকেটারদের মাথায় তুলেছে। পরিসংখ্যানই তার প্রমাণ দিচ্ছে। নাহলে কোহলি যেখানে ৮ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন, সেখানে অন্য কোনও ভারতীয় ব্যাটার ১ হাজারের গণ্ডিও ছুঁতে পারেননি, এত ফারাক কীভাবে হতে পারে!
🎀আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় এই প্রসঙ্গে সিধু বলেন, ‘আরসিবি বরাবর বিদেশি ক্রিকেটারদের উপর আস্থা দেখিয়েছে। এবি ডি’ভিলিয়র্স, ক্রিস গেইল, ফ্যাফ ডু'প্লেসির মতো বিদেশিদের উপর নির্ভর করেছে বেঙ্গালুরু। নাহলে কোহলির ৮ হাজারের পরে রজতের ১ হাজার, এত ফারাক কীভাবে হতে পারে!'
ꦆসিধুর কথার রেশ টেনে উথাপ্পা বলেন, ‘এমনটা নয় যে বেঙ্গালুরু শিবিরে কখনও তেমন কোনও ভারতীয় ব্যাটাররা ছিল না। আমি নিজে ছিলাম। লোকেশ রাহুল, করুণ নায়ার, মণীশ পান্ডেরাও ছিল। তবে কাউকে সেভাবে ব্যবহারই করেনি ওরা। দেখে ভালো লাগছে যে, ওরা রজতকে সমর্থন করছে।’
🥀সিধু আলোচনায় যবনিকা টানেন এই বলে যে, ‘সেটাই হচ্ছে কথা। তোপ না দাগলে থেকেও লাভ কী?’
আরসিবির হয়ে আইপিএলে সব থেকে বেশি রান সংগ্রহকারী ১০ ব্যাটার
১. বিরাট কোহলি- ৮১৯০ রান।
২. এবি ডি'ভিলিয়র্স- ৪৪৯১ রান।
৩. ক্রিস গেইল- ৩১৬৩ রান।
৪. ফ্যাফ ডু'প্লেসি- ১৬৩৬ রান।
৫. গ্লেন ম্যাক্সওয়েল- ১২৬৬ রান।
৬. জ্যাক কালিস- ১১৩২ রান।
৭. রজত পতিদার- ৯৮৫ রান।
৮. দেবদূত পাডিক্কাল- ৯৬৩ রান।
৯. দীনেশ কার্তিক- ৯৩৭ রান।
১০. রাহুল দ্রাবিড়- ৮৯৮ রান।