ভারতীয় ক্রিকেট দলের বর্তমানে সব থেকে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম শুভমন গিল। ভারতীয় ক্রিকেটে অনেকেই তাঁকে প্রিন্স বলে ডেকে থাকেন, কারণ দলে কিং কোহলি আগে থেকেই রয়েছেন। শুভমন যেহেতু টিম ইন্ডিয়ার স্টার, তাই সব সময়ই তাঁকে নিয়ে চর্চা চলে। যেমন তাঁর প্রেম, সম্পর্ক নিয়েও চর্চা চলতেই থাকে। এবার এই নিয়েই মুখ খুললেন শুভমন গিল।
বরাবরই ক্রিকেটারদের সঙ্গে বলিউড বা সিলভার স্ক্রিনের নায়িকাদের নাম ভেসে ওঠে। অনেক ক্ষেত্রে মডেলদের সঙ্গেও দেখা যায় ক্রিকেটারদের। আর শুভমন বর্তমানে ভারতীয় দলের অন্যতম স্টাইলিশ ক্রিকেটার, তাই তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে তো জল্পনা থাকবেই। এরই মধ্যে সাম্প্রতিক সময় বারবারই গিলের সঙ্গে নাম জড়িয়েছে এক তারকা ক্রিকেটারের মেয়ের নাম।
যদিও বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। তাঁর কাছে প্রশ্ন এসেছিল, বলিউডের কোনও নায়িকার সঙ্গে বা কোনও তারকা ক্রিকেটারের মেয়ের সঙ্গে কি সম্পর্কের সম্ভাবনা রয়েছে গিলের? তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন, ৩ বছর ধরেই তিনি সিঙ্গল রয়েছেন।
এক টেলিভিশন সাক্ষাৎকারে গিল বলেন, ‘আমি শেষ তিন বছর ধরে সিঙ্গল রয়েছি। কিন্তু আমায় নিয়ে অনেক জল্পনা, অনেক গল্প তৈরি করা হয়েছে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে। মাঝে মাঝে বিষয়টা এত বিরক্তি লাগে, যে তাঁদের মধ্যে কারোর কারোর সঙ্গে হয়ত আমি জীবনে দেখাও করিনি। আর সেখানে আমি শুনতে পাই যে আমায় নিয়েই গুঞ্জন হচ্ছে যে আজ এর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে ’।
এরপর গিল আরও বলেন, ‘আমি এই মূহূর্তে একটা কথাই বলতে পারি, যে আমি আমার পেশাদার ক্রিকেট কেরিয়ারেই মনোনিবেশ করছি। আমার পক্ষে এই মূহূর্তে বছরের ৩০০ দিন কারোর সঙ্গে থাকার মতো সময় নেই। অধিকাংশ সময়ই আমরা রাস্তায় থাকি, কোথাও না কোথাও সফরে যেতে হয়। তাই আমার কাছে কোনও সম্পর্কে সময় দেওয়ার মতো বা কাউকে সময় দেওয়ার মধ্যে অবসর নেই ’।
প্রসঙ্গত এবারে শুভমন গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্স দল রয়েছে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার ওপরেই। গতবারের ব্যর্থতা ভুলে গিল এবার দলকে ভালোই নেতৃত্ব দিচ্ছেন, যদিও তিনি এখনও অরেঞ্জ ক্যাপের তালিকায় ঢুকতে পারেননি। ফলে প্লে অফের আগে তাঁর রানে ফেরার অপেক্ষায় রয়েছে টাইটান্স ম্যানেজমেন্ট।