সাতপাকে বাঁধা পড়লেন অভিষেক বসু এবং শার্লি মোদক। ২৯ এপ্রিল নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হল তাঁদের। প্রকাশ্যে এল বিয়ের ছবির, দেখুন।
আরও পড়ুন: ভারতে পাক শিল্পীদের কাজ করায় আপত্তি জাভেদের? বললেন, 'এক তরফা কিছু হয় না'
বিয়ে করলেন অভিষেক-শার্লি
এদিন বিয়ের সকালে শার্লি পরেছিলেন এই গোলাপি রঙের একটি বেনারসি শাড়ি। শাড়ির পাড়ের সঙ্গে ম্যাচ করে রানি রঙের ভরাট জরির কাজ করা একটি ব্লাউজ সহ হালকা গয়না এবং মেকআপে সেজেছিলেন শার্লি মোদক। হাতে চুল সাদা রঙের চুড়ি। চুল খোলাই রেখেছিলেন এদিন অভিনেত্রী। অন্যদিকে বিয়ের সকালে অভিষেকের পরনে দেখা যায় বেগুনি রঙের পাঞ্জাবি এবং সাদা পায়জামা। এই বেশেই তাঁরা এক প্রস্থ ফটোশ্যুট সারেন।
বিয়ের বিকেলে শার্লি পরেছিলেন পিচ রঙের একটি লেহেঙ্গা। সঙ্গে ছিল হালকা অ্যাশ রঙের ওড়না। সাদা পাথরের জড়োয়ার গয়নায় এদিন সেজেছিলেন শার্লি। না তাঁকে তাঁর এই বিশেষ দিনে মোটেই সাবেকি বেনারসির সাজে দেখা যায়নি। বরং ছক ভেঙে একটু অন্য রকম লুকেই ধরা দিলেন ফুলকির সতীন। অন্যদিকে রোহিত পরেছিলেন আইভরি রঙের শেরওয়ানি। শার্লির এক ফ্যান পেজের তরফে এদিন তাঁদের বিয়ের সন্ধ্যার অনুষ্ঠানের যৌথ ছবি প্রকাশ্যে আনা হয়।
প্রসঙ্গত ফুলকি ধারাবাহিকের সেটেই মন দেওয়া নেওয়া সেরেছেন তাঁরা। এই ধারাবাহিকের সেটেই সদ্য তাঁদের আইবুড়ো ভাতও খাওয়ানো হয়। কয়েক মাস চুটিয়ে প্রেম করার পর এদিন সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। যদিও এদিনের আগে পর্যন্ত নিজেদের প্রিয় বন্ধু বলেই দাবি করে এসেছেন ফুলকির স্যার এবং শালিনী ম্যাডাম। তাঁদের বিয়েটে এদিন এসেছিলেন অভিনেতা জন ভট্টাচার্য। তাঁকে ফুলের তোড়া হাতে বন্ধুর এই বিশেষ দিনের অনুষ্ঠানে ঢুকতে দেখা যায়। এসেছিলেন অনিন্দিতা রায় চৌধুরী, সুদীপ সরকার, আভেরি সিংহ রায়, দেবমাল্য, মিশমি দাস, প্রমুখ।
আরও পড়ুন: আবোল তাবোলের আঁকা ব্যবহার করলেও নাম নেই শিল্পীর! ঋতুপর্ণার 'ম্যাডাম সেনগুপ্ত'র পোস্টার ঘিরে বিতর্ক