হবু মা কিয়ারা আডবানি এখন রয়েছেন ছুটির মুডে। গর্ভাবস্থার কথা সকলকে জানিয়েছেন কয়েকদিন আগেই। বলিউড থেকে দূরে এখন শুধুই পরিবারকে সময় দিচ্ছেন তিনি। হবু মাকে সবসময় আগলে রাখছেন সিদ্ধার্থ। এবার হবু বাবা মা বেরিয়ে পড়লেন ছুটির উদ্দেশ্যে।
মঙ্গলবার ইনস্টাগ্রামে কিয়ারা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে দুজনে বেশ ছুটির মুডে রয়েছেন। প্রথম ছবিতে একটি সাদা রঙের ঢিলেঢালা পোশাকে ব্রেকফাস্ট করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। দ্বিতীয় ছবিতে একগুচ্ছ ফুলের ছবি রয়েছে।
আরও পড়ুন: ‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব...’! সন্ত্রাসী হামলায় ভয় না পাওয়ার আহ্বান সুনীলল শেট্টির
তৃতীয় ছবিতে গাছের আড়ালে দেখা যাচ্ছে একটি বন্য জন্তুকে। চতুর্থ ছবিতে একটি বড় পিজ্জা দেখতে পাওয়া যাচ্ছে, যেটি খুব সম্ভবত লাঞ্চ বা ব্রেকফাস্ট করার জন্য অর্ডার করা হয়েছিল। পঞ্চম ছবিতে ভ্যাকেশন মোডে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে। গায়ে বাথরোব জড়িয়ে চিল করছেন তিনি।
ষষ্ঠ ছবিতে স্বামী স্ত্রীর একটি সেলফি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে দুজনেই পরে রয়েছেন ধূসর রঙের পোশাক, চোখে রয়েছে রোদ চশমা। সপ্তম ছবিতে রংবেরঙের খাবারের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। অষ্টম ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বেরি।
কিয়ারা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে কমেন্ট করে করণ জোহর লিখেছেন, ‘সেরা দম্পতি। (চারটি লাল হৃদয়ের ইমোজি)।’ অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর লিখেছেন, ‘সুন্দর’। তারকাদের পাশাপাশি ভক্তরাও পোস্ট করে হবু মাকে ভালোবাসা জানিয়েছেন।
একজন পোস্ট করে লিখেছেন, ‘দুজনকে ভীষণ সুন্দর লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি মা হতে চলেছ।’ তৃতীয় একজন লিখেছেন, ‘তোমরা দুজন একে অপরের জন্যই তৈরি হয়েছ।’
আরও পড়ুন: বউমার জন্য এমনটা করবে ছেলে! ছেলের কোন পদক্ষেপ মেনে নেননি মাধুরীর শ্বশুর-শাশুড়ি
আরও পড়ুন: 'সমালোচনা কষ্ট দেয়...', কেশরী চ্যাপ্টার ২ সাফল্যের মাঝেও কেন মন ভার অক্ষয়ের?
প্রসঙ্গত, এই বছরের ফেব্রুয়ারি মাসে সন্তান ধারণের কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। শিশুর একজোড়া মোজার ছবি পোস্ট করে অভিনেত্রী সকলকে জানিয়েছিলেন তাঁর গর্ভাবস্থার কথা। তারপর থেকে শুরু হয়েছে দিন গোনা।