বাংলা সিরিয়ালের পরিচালকের কীর্তিতে আপাতত বিপাকে টলিউড তারকারা। সারভর🧸 পার্টি করে, নেশা করে, তারপর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে, নির্দোষ একাধিক পথচারীদের ধাক্কা মারেন ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। এরই মধ্যে আমিন💖ুর রহমানের মৃত্যু হয়েছে। আরও অনেকে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, সিদ্🀅ধা🌳ন্ত ওরফে পরিচালক ভিক্টোর নামে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ। কিন্তু মৃতর পরিবার ও ঘটনাস্থলে উপস্থিত মানুষদের স্পষ্ট দাবি, ইচ্ছা করে ধাক্কা মারে গাড়িটি। শুধু তাই নয়, ভিক্টোর আইনজীবী ও পুলিশ নাকি টাকা নিয়ে কেস ধামাচাপা দেওয়ার প্রস্তাবও দিয়েছে আমিনুরের পরিবারকে।
এবার🔯 সামনে এল নতুন সিসিটিভি ফুটেজ। যেখানে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে, মোটেও ব্রেক ফেল করেনি গাড়িটি। নো এন্ট্রি জোনে ঢুকে, বেশ জোরে ঢাক্কা মারে একটি বাইকের পিছনে। আর তারপর সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে গাড়ির গতি বাড়িয়ে দিয়ে পিষে দিতে থাকে একের পর এক পথচারীকে।

এই ফুটেজ আসতেই, ফের একবার প্রশ্নের মুখে কলকাতা পুলিশ! কারণ, FIR-এর কপিতে রয়েছে গাড়িটি ব্রেক ফেল করেছিল। এমকী, আমিনুর রহমান যখন দুর্ঘটনায় আহত হন, তখন পুলিশ তরফ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি বলে দাবি তুলেছ✨ে পরিবার। কোনও অ্যাম্বুলেন্সও দেওয়া হয়নি। বিভিন্ন হাসপাতাল ঘুরে জায়গা না পেয়ে পথেই মৃত্যু হয় আমিনুরের। অর্থাৎ সেই একই জিনিস, রাজ্যের বেহাল স্বাস্থ্যব্যবস্থা।
আমিনুরের ছেলের অভিযোগ, যেদিন ঘটনা ঘটেছিল (র🀅বিবার সকালে), সেদিনই রাত ১২টায় পুলিশ ডেকে সেটলমেন্টের কথা বলে তাঁদের। এমনকি গাড়ির মধ্যে ৭ খানা মদের বোতল, গাঁজার কলকে পাওয়া গেছে বলেও দাবি করে সেখানে উপস্থিত লোকেরা। যদিও FIR-এর কপিতে বাজেয়াপ্ত দ্রব্যের উল্লেখ ছিল না।
শুধু পুলিশ জানায়, নির্ধারিত সীমার ৩ গুণ মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ভিক্টো! আপাতত সেই গাড়িতে থাকা, সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া জামিনে ছাড়া পেয়েছেন। গাড়িতে থাকা অভিনেত🐼্রী ঋ ওরফে ঋতুপর্ণাও প্রথমে গোটা ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও, পরে মেনে নেন, তিনি গাড়িতে উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, দুর্ঘটনার পরও শ্রিয়া এমনই মাতাল ছিলেন যে, সোজা হয়েও দাঁড়াতে পারছেন না। পুলিশের গাড়িতে ওঠার সময় বেসামাল হয়ে রাস্তায় পড়ে যাচ্ছেন বারবার। এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, দোষ🍨ীদের কি শাস্তি হবে, নাকি নিজেদের তারকা তকমা বা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রভাব কাটিয়ে ছাড়া পেয়ে যাবেন?