বয়সের বিস্তর ব্যবধানে প্রেমের গল্প। টেলিপর্দায় বেশ জমে উঠেছে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের গল্প। গল্প জমিয়ে রাখতে রোজনই সিরিয়ালের চিত্রনাট্য়েও আনা হয়েছে একের পর এক টুইস্ট। আর তাতেই TRP-তেও বাজিমাত করেছে জি বাংলার এই ধারাবাহিক। গত সপ্তাহেও জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিকের টিআরপি ছিল ৬.০। আর তাই এই টিআরপি ধরে রাখতে প্রেম🎉-অভিমানে আরও ভরপুর করে তোলা হচ্ছে অর্য স্যার আর অপুর গল্꧙প।
১৫ এপ্রিল মঙ্গলবার সামনে এসেছে জিতু কমল ও দিতিপ্রিয়ার এই সিরিয়ালে নতুন আরও একটি প্রোমো। যার ক্যাপশানে লেখা হয়েছে ‘নতুন বছরে নতুন চমক! দেখুন চিরদিনই তুমি যে আমার’। কী আছে এই পཧ্রমোতে?
দেখা যাচ্ছে, অপুর 🦩বাড়িতে হাজির তার আর্য স্যার। হঠাৎ তাঁকে বাড়িতে দেখে ভূত দেখার মতো চমকে অপু বলে ওঠে 'আপনি!' আর্🃏য তাঁকে বলেন, ‘অপর্ণা এটা তুমি ঠিক করোনি, তুমি অফিসে কাউকে কিছু না বলে চলে এসেছো!’ এরপরই সেখানে এন্ট্রি নিয়ে ফেলেন ঘটক। বলেন, ‘তা কী ঠিক করলেন! এই বৈশাখেই একটা দিন পাকা করে নি।’
আর এরপর কিছুটা রাগ দেখিয়ে অপর্ণা তার মাকে জানায়, ‘আমি এই বিয়েতে রাজি, আর আর্য স্যারও তো তাই চান!’ মেয়ের ꦦকথা আনন্দে উচ্ছ্বসিত হয়ে অপুর মা বলে ওঠে, ‘সত্যি…!’ অপর্ণর এমন কথায় মুখের অভিব্যক্তি কিছুটা ম্রিয়মান হয়ে যায় তার আর্য স্যারের।
কিন্🎶তু তারপর? কী ঘটতে চলেছে? তবে কি অপু সত্যিই তার আর্য স্যারের উপর রাগ করে অন্যত্র বিয়ে করে নেবে? নাকি তার আর্য꧟ স্যার অপুর প্রতি ভালোবাসা স্বীকার করে নেবেন? কী ঘটতে চলেছে শেষমেশ?
এদিকে এই প্রোমোর নিচে অসংখ্য কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘ভুল বোঝাবুঝির চরমপর্যায়, জমে গেছে’। কেউ জানতে চেয়েছেন, ‘পরের পর্বে কী ঘটবে একটু বলবেন প্লিজ…।’ কার🌌োর মন্তব্য, ‘প্রেম জমে ক্ষীর, তবে এটা তো জানাই ছিল, এর পরেরটা বলুন…।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, প্রথমে শোনা গিয়েছিল, ꦍ'চিরদিনই তুমি যে আমার'-এ গল্পে থাকবে পুনর্জন্মের ট্র্যাক। তবে আপাতত এই অসম বয়সের টানা💯পোড়েন চলছে। সঙ্গে আভাস দেওয়া হয়েছে, আর্য স্ত্রী রাজনন্দিনীরও। শোনা যাচ্ছে সিরিয়ালের গল্পে নাকি দেখানো হবে, আর্য বহু আগেই হারিয়েছে স্ত্রীকে। রাজনন্দিনীর মৃত্যুর অনেকগুলো বছর পর, সে আবারও বিয়ে করবে অপুকে। খুব সম্ভবত, আর্যর স্ত্রীর সঙ্গে চেহারায় মিল আছে অপুর। তবে বাকিটা বোঝা যাবে গল্প যত এগোবে তত। তবে একথা স্পষ্ট, আর্যর চরিত্রের বহু শেডস দেখা যাবে এই মেগায়। এই মুহূর্তে সন্ধে সাড়ে ৬টায় সম্প্রচার হয় চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি।