১২ এপ্রিল ২০২৫ এ রয়েছে চৈত্র পূর্ণিমা। এদিকে,বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে এই সময়কালে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই সময় পঞ্চগ্রহী, লক্ষ্মীনারায়ণ, বুধাদিত্য সহ একাধিক শুভ যোগ তৈরি হবে। এই সময় চন্দ্র কন্যা রাশিতে থাকবেন আর গুরু বৃষ💞ে থাকবে। তারফলে গজকেশরী যোগ তৈরি হবে। এরফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখত🦄ে চলেছেন।
বৃষ
দীর্ঘদিন ধরে যে সমস্যায় আপনি জর্জরিত, সেই সমস্যা থেকে এবার ম🅺ুক্তির পালা। কাজের দিক থেকে ধন সম্পত্তি সঞ্চয় হবে। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। নতুন কোনও কাজ আরম্ভ করলে সাফল্য পাবেন। ব্যবসায় লাভ পাবেন। চাকরিতেও আসবে লাভ। সিনিয়র অফিসারদের থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার কাজের প্রশংসা পাবেন।
( Whꦆo is Tahawwur Rana: পাক বংশোদ্ভূত, বাড়ি আছে কানাডায়! মুম্বই হানার চক্রী তা🐽হাউর রানা আসলে কে?)
মীন
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার শুরু করতে পারেন। সুখ সুবিধা ꧟হু হু করে বাড়বে। কারোর থাকে ঋণ নেওয়া থাকলে, তা এবার পূরণ করতে পারবেন। জীবনে নানান খুশি আনন্দ আসবে🌠। পরিবারে কোনও সমস্যা থাকলে, তা সমাপ্ত হবে। কর্মস্থলে যদি কোনও সমস্যা থাকে, তাহলে তা এবার মিটে যাবে। কোনও বড় দায়িত্ব কর্মস্থলে পেতে পারে। স্বাস্থ্যও আগের থেকে ভালোর দিকে যেতে পারে।
মিথুন
আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকবে। আটকে থাকা কাজ এই সময় শুরু হতে পারে। ব্যবসার দিক থেকে সময় ভালো কাটতে পারে। আত্মবিশ্বাস হু হু করে বেড়ে যাবে। নিজের কথা বলে দেখুন, তাতে আপনার লাভ হবে। কোনও কাজ শুরু করতে পারেন। ব্যবসার জন্য সময় ভালো। কোনও বড় অর্ডার পেতে পারেন। নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হতে পারেন। আ💞র্থিক পরিস্থিতি আগের থেকে ভালဣোর দিকে যাচ্ছে। আকস্মিক ধনলাভের যোগ রয়েছে।
( এই প্রতি♍বেদনের তথ🐲্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)