গদর-২র পর অনেকেই সানি দেওলকে ফের পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন। আর সানি প্রেমীদের সেই প্রত্যাশা পূরণ করতেই ১০ এপ্রিল মুক্তি পেয়েছে 'জাট'। সানির এই ছবিটি🦋ও বক্স অফিসে মোটামুটি সাড়া ফেলেছে। তবে 'জাট' তাঁর আগের মুক্তিপ্রাপ্ত ছবি 'গদর ২'-এর মতো ব্যাপক সাড়া ফেলতে পারেনি। Sacnilk.com-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, 'জাট' বক্স অফিসে ৫৫ কোটি টাকার বেশি আয় করেছে। অন্যদিকে মুক্তির পর ১৮ দিনের মাথায় এসে বক্স অফিসে একপ্রকার ধুঁকছে সলমন খানের 'সিকন্দর'। ১৮ দিনের মাথায় এই ছবির আয় মাত্র ০.১৪ কোটি টাকা। তাই সব মিলিয়ে এখনও পর্যন্ত 'সিকন্দর' আয় দাঁড়িয়েছে ১০৯.৭ কোটি টাকা।
'জাট'-এর বক্স অফিস
Sacnilk.com প্রাথমিক অনুমান অꦜনুযায়ী, ৭ দিনের মধ্যে 'জাট' বক্স অফিসে ৫৬.৮১ কোটি টাকা আয় করেছে। বুধবার ছবির আয় ছিল ৩.৩১ কোটি টাকা। উইকএন্ড শেষ হওয়ায় আগে💦র কয়েক দিনের তুলনায় এই ছবির আয় কিছুটা কমেছে, তবে এটি অবাক করা কিছু নয়। কারণ 'জাট' মুক্তির দিন আয় করেছিল ৯.৫ কোটি টাকা এবং গত রবিবার ছবিটি সর্বোচ্চ ১৪ কোটি টাকা আয় করেছিল।
মঙ্🎉গলবไার ছবিটির আয় ৫০ কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে দেশীয় বক্স অফিসে 'জাট' ১০০ কোটি টাকা ছাড়াতে পারবে কিনা তা নির্ভর করছে আগামী দিনগুলিতে ছবিটি কতটা ভালো ব্যবসা করবে তার উপর। বুধবার, 'জাট'-এর জন্য হিন্দি ভাষার দর্শকদের উপস্থিতির হাল ছিল ৯.০৯%।
'সিকন্দর'-এর বক্স অফিস
ইদে (৩০ মার্চ) মুক্তি পেয়েছিল সলমনের 'সিকন্দর'। বুধবার এই ছবি বক্স অফিসে ১৮ দিন পার করে ফেলেছে। শুরু থেকেই এই ছবি বক্স অফিসে তেমন ঝড় তুলতে পারেনি। যদিও ধীরে ব্যাট করেও মুক্তির প্রথম সপ্তাহে ছবির আয় ছিল প্রায় ৯০ কোটি। Sacnilk.com প্রাথমিক অনুমান অনুযায়ী, 'সিকন্দর' ১৮ তম দিনে দেশীয় বক্স অফিস থেকে আয় করে মাত্র ০.১৪ কোটি টাকা। এর আগে ১৭ তম দিনে এই ছবিꦬর আয় ছিল ২৫ কোটি টাকা। সব মিলিয়ে দেশীয় বক্স অফিসে ছবির আয় দাঁড়িয়েছে ১০৯.৭ কোটি টাকা। যদিও বিশ্বব্যাপী এই ছবির আয় ১৮৪ কোটি ছাডিয়েছে বলে দাবি করা হচ্ছে।
বক্স অফিসে ছবি মুক্তির চাপ নিয়ে কী বলেছেন সানি দেওল?
বক্স অফিসে ছবি মুক্তির চাপ প্রসঙ্গ অতি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড লাইফকে সানি বলেছিলেন, ‘চাপ? আমি কখনওই জীবনে কোনও༒ চাপ নিইনা। কিন্তু আজকের যুগে, চাপ না নিলেও কেউ এমনভাবে চাপ দিয়ে দেয় যে চাপ নিতে হয়! কারণ এত আলোচনা শুরু হয়ে যায় যে এই সংখ্যা, সেই সংখ্যা! মানুষ চিন্তিত হয়ে পড়ে।’
হিন্দুস্তান টাইমসের ছবিটির ♔রিভিউ-তে বলা হ🌱য়েছে 'সামগ্রিকভাবে, 'জাট' আরও একবার প্রমাণ করে যে বড় পর্দার সিনেমা দেখার অভিজ্ঞতাই আসলে অনন্য। কিছু ছবি অন্ধকার থিয়েটারে সারাউন্ড সাউন্ডের সঙ্গে দেখতে আরও ভালো লাগে। এটা আরও প্রমাণ করে যে শক্তিশালী বিনোদনের মান ন্যারেটিভের ত্রুটিগুলিকে আরও মসৃণ করতে সাহায্য করতে পারে। আর এটি সিনেমায় একটি দারুণ সময়।'