ꦡ বলিউডের 'গ্রিক গড' তিনি।সৌন্দর্যের নিরিখে বিশ্বের বহু তারকার থেকেই এগিয়ে হৃত্বিক রোশন। সারা বিশ্বে সব থেকে সুন্দর পুরুষদের মধ্যে একজন তিনি। হৃতিককে এক ঝলক দেখার জন্য আজও লাখ লাখ টাকা খরচা করতে রাজি থাকেন ভক্তরা। কিন্তু এই হৃতিকেকেই এবার কম নম্বর দিলেন সামান্থা, সৌন্দর্যের দিক থেকে এগিয়ে রাখলেন প্রাক্তন স্বামী নাগাকে।
🍒সম্প্রতি সামান্থা একটি পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, তিনি সৌন্দর্যের নিরিখে বিভিন্ন নায়কদের দশের মধ্যে নম্বর দিচ্ছেন। দক্ষিণী তারকা মহেশ বাবুর কথা জিজ্ঞাসা করায় সামান্থা তাঁকে ১০- এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন।
আরও পড়ুন:🤪 ফের শুরু হতে চলেছে কেবিসি? কবে থেকে শুরু রেজিস্ট্রেশন? বিগ বি-ই থাকছেন সঞ্চালনায়?
আরও পড়ুন:꧒ 'তোমায় ছাড়া পাঁচটা নতুন বছর...', নববর্ষের আগে বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তিকা
ไরণবীর কাপুরকে তিনি দিয়েছেন ১০ এর মধ্যে ৮ নম্বর। শাহিদ প্রসঙ্গে প্রশ্ন ওঠায় তিনি বলেন, ‘কামিনে’ ছবির আগে এই প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি ওকে ১০ - এর মধ্যে ৪ দিতাম কিন্তু এখন আমি ওকে ১০- এর মধ্যে ৯ নম্বর দেব।
♎এরপরই উঠে আসে হৃতিকের প্রসঙ্গ। হৃত্বিককে সৌন্দর্য নিরিখে নম্বর দিতে বললে সামান্থা বলেন, ‘আমি জানি এটা বললে সবাই আমাকে মেরে ফেলবে কিন্তু আমার হৃতিককে তেমন ভালো লাগে না। একটু বেশিই বাড়াবাড়ি লাগে। আমি ওকে ১০ - এর মধ্যে ৭ দেব।’
আরও পড়ুন: ღশাহরুখের বাড়িতে থাকতে চান! এক রাতের ভাড়া দিতে কম পড়বে ১ মাসের বেতনও, কত খরচ?
আরও পড়ুন: 💙আপনাকে ভালোবাসি’, সিদ্ধিবিনায়ক মন্দিরে ভক্তের ডাক শুনে লজ্জায় লাল অমিতাভ
🉐নাগা চৈতন্য অর্থাৎ প্রাক্তন স্বামীর কথা উঠলে বিন্দুমাত্র চিন্তা না করে সামান্থা বলেন, ‘আমি ওকে ১০ - এর মধ্যে ১০ দেব।’
ꦺসামান্থার এই পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মানুষ অবাক হয়ে যান। অনেকেই বলেন, ‘একেই বলে মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়।’
꧂প্রসঙ্গত, ২০১০ সালে সামান্থার সঙ্গে প্রথম আলাপ হয় নাগা চৈতন্যের। ২০১৪ সালে একে অপরকে ডেট করা শুরু করেন তাঁরা। ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন তারকা জুটি। মাত্র ৪ বছর সংসার করার পর ২০২৩ সালে আলাদা হয়ে যান তাঁরা। বর্তমানে সামান্থা সিঙ্গল থাকলেও নাগা বিয়ে করেছেন শোভিতা ধুলিপালাকে।