৯০ দশক থেকে আজ পর্যন্ত শান বলিউডকে দিয়েছে প্রচুর হিট গান। সর্বশেষ ‘সিকন্দর’ সিনেমায় 'ব্যো♔ম ব্যোম ভোলে’ গানটিও গেছেন তিনি। প্লেব্যাক সিঙ্গিংয়ের পাশাপাশি তিনি একাধিক জনপ্রিয় গানের অনুষ্ঠানে বিচারক এবং অতিথি বিচারক হিসেবেও যোগ দিয়েছেন একাধিকবার। এবার সেই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন শান।
সম্প্রতি ভিক𒀰ি লালওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে শান দ্য ভয়েস ইন্ডিয়া এবং সারেগামাপা লি👍টলস চ্যাম্প সহ একাধিক গানের অনুষ্ঠান নিয়ে কথা বলেন তিনি। কেন অনুষ্ঠানে অসাধারণ গান গাওয়ার পরেও বৃহত্তর জগতে গায়করা সুযোগ পাচ্ছেন না, সেই বিষয়ে আলোকপাত করেন গায়ক।
আরও পড়ুন: সিনেমা জগতের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অꩲজয়! বললেন, ‘আমরা সবাই...’
আরও পড়ুন: মায়ের সঙ্গে রান্না, আলিয়ার হাত পুড়তেই এ কী 🔥করলেন সো♊নি রাজদান!
শান বলেন, ‘যে গানগুলি আপনি রিয়েলিটি শোয়ে শুনতে পান, সেগুলি ডাব করা থাকে। আমাকে এই বিষয়ে আমায় বারবার অবগত করা হয♉়েছিল, শুধু তাই নয় আমি নিজেও এই বিষয়ে নিশ্চিত। ২০১৮ সাল পর্য🦩ন্ত যতদিন আমি এই সমস্ত রিয়েলিটি শোয়ের সঙ্গে জড়িত ছিলাম, ততদিন পর্যন্ত এটাই ছিল নিয়ম।’
শান বলেন, ‘আপনি যখন এক🌊টি গান টিভির পর্দায় শোনেন, তখন আপনার মনে হয় অসাধারণ। আপনার প্রত্যাশা আকাশচুম্বী হয়ে যায়। কিন্তু আপনি যখন তাদের কোথাও গাওয়ার জন্য ডাকেন, তখন আপনি বুঝতে পারবেন যে তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারবে না।’
আরও পড়ুন: 'আমি নꦅেপো কিড নই বলে...', বলিউডের স্বজনপোষꦕণের শিকার নুসরত? কী বললেন?
আরও পড়ুন: ম্যাডক ফিল্মসের জন্মদিনের পার্টিতে তারকার ম🍒েলা! নজর কাড়লেন অ♍ভিষেক-নিমরত সহ কে কে?
গায়ক বলেন, ‘অনুষ্ঠানে প্রতিযোগীরা যে গান গায়, তা শুধুমাত্র একবার গাইতে হয়। কিন্তু এরপর সেই গানটি নিয়ে তাদের স্টুডিওতে নিয়😼ে যেতে হয় এবং সেখানে আবার গান গাইতে হয়। গানে যেটুকু ভুল থাকে সেটুকু সংশোধন করে দেওয়া হয়, আর সংশোধন করে দেওয়ার পর যে গানটি রেকর্ড করা হয় সেটাই আপনি শুনতে পান টিভির পর্দায়। এটাই চলে আসছে বছরের পর বছর।’
তানহা দিল গায়ক বলেন, ‘আমি কাউকে খারাপ বলছি না। অবশ্যই কেউ কেউ তো নিশ্চয়ই ভালো গান গাইতেন। কিন্তু সবাই নয়। তবে যারা ভালো গান গাইছেন না তাদের গান আবার রেকর্ড করে সংশোধন করে দেওয়ার ব্যাপা♈রটা আমার ভালো লাগে না। ২০১৮ সালের পর থেকে তাই আমি এই সমস্ত অনুষ্ঠা🥃নের সঙ্গে আর জড়িত নই।’
প্রসঙ্গত, ফিদা, তারে জামিন পার, ওম শান্তি ওম, থ্রি ইডিয়ট, রাজ সহ বহু সিনেমায় গান গেয়েছেন শান। এছাড়াও গ⛦ায়কের ন🌼িজের অ্যালবামের সংখ্যাও শতাধিক।