ꩲ গত জানিয়ারি মাসে সইফ আলি খানের বাড়িতে যে হামলা হয়েছিল, সেই মামলায় মুম্বই পুলিশ ১০০০-র বেশি পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে। এই চার্জশিট থেকে হামলার বিস্তারিত জানা গেছে। চার্জশিটে ফরেনসিক ল্যাবের রিপোর্টও রয়েছে। পুলিশের মতে, ডাক্ট এলাকার আঙুলের ছাপ অভিযুক্ত শরিফুলের সাথে মিলেছে। এছাড়াও, অপরাধের পর শরিফুল কী করেছিলেন তার বিবরণও জানা গেছে।
🥂এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, এই চার্জশিটে পুলিশের কাছে গ্রেফতার হওয়া অভিযুক্ত শরিফুল ইসলামের বিরুদ্ধে পাওয়া বহু প্রমাণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চার্জশিট ১০০০ পৃষ্ঠারও বেশি লম্বা। এতে ফরেনসিক ল্যাবের রিপোর্টেরও উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে যে সইফের দেহ, অপরাধের স্থান এবং অভিযুক্তের কাছ থেকে পাওয়া টুকরো, তিনটিই একই ছুরির। তদন্তের সময় পুলিশের কাছে পাওয়া অভিযুক্তের বাম হাতের আঙুলের ছাপের রিপোর্টেরও উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: 🌠সিনেমা জগতের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়! বললেন, ‘আমরা সবাই...’
আরও পড়ুন:🌞 স্বামীকে চুম্বন থেকে মেয়ের হাতে বানানো কার্ড, ব্রডওয়ে থেকে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
💟জানা গেছে, শরিফুল মেন বিল্ডিংয়ের গেট দিয়ে ঢুকতে চেষ্টা করেছিলেন কিন্তু তা পারেননি কারণ গেটে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন সিস্টেম ছিল। এরপর তিনি ডাক্ট এলাকা দিয়ে বিল্ডিংয়ে উঠে প্রথম তলায় পৌঁছে যান। সেখান থেকে সিঁড়ি দিয়ে সইফের অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। তিনি সিঁড়ি দিয়ে ৮ তলায় উঠেছিলেন।
ඣমিড ডের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত শরিফুলের ব্যাগে একটি হ্যাকসো ব্লেড, ছুরি এবং হাতুড়ি ছিল। তিনি সইফের বাড়ির কেয়ারটেকার ইলিয়ামা ফিলিপের উপর ছুরি দিয়ে হামলা করে ১ কোটি টাকা চেয়েছিলেন। সইফের বাড়ি থেকে বেরিয়ে অভিযুক্ত ন্যাশনাল কলেজ বাস স্টপে পৌঁছে যান। সেখানে তিনি কাপড় বদলে রাত কাটান।
আরও পড়ুন: 🥂মায়ের সঙ্গে রান্না, আলিয়ার হাত পুড়তেই এ কী করলেন সোনি রাজদান!
আরও পড়ুন: ♎মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘দ্যা ডিপ্লোম্যাট’, জন বললেন,'এটা পাকিস্তান বিরোধী সিনেমা…'
🎐সেদিন রাতে ঘুমিয়ে সকাল ৭টা পর্যন্ত ঘুমিয়ে ছিলেন। পরের দিন সকালে তিনি বান্দ্রার তালাও এলাকায় পৌঁছে ছুরি এবং পরনে থাকা কাপড় ফেলে দেন। ২০ মিনিট বান্দ্রা পুলিশ স্টেশনের বাইরে ঘোরাঘুরি করেন। এরপর বৃষ্টি শুরু হলে তিনি দাদরের দিকে যান। সেখানে কিছু জিনিস কিনেছিলেন, যার মধ্যে হেডফোনও ছিল। শরিফুল সেখানে পাওভাজি খেয়েছিলেন। এরপর তিনি ওরলি চলে যান। পুলিশ জানিয়েছে, ডাক্ট এলাকায় পাওয়া আঙুলের ছাপ শরিফুলের সাথে মিলেছে।