সোশ্যাল মিডিয়ায় বরাবরই সোজাসাপটা শ্রীলেখা মিত্র। মনের কথা শেয়ার করা হোক বা ট্রোলারদের উচিত শিক্ষা দেওয়া- সবেতেই ওস্তাদ অভিনেত্রী। রাখঢাকহীন কথা বলে অনেক সময় বিতর্কেও জড়ান, তবে কন্ট্রোভার্সিকে থোড়াই কেয়ার! কখনও নিজের সাহসী ফটোশ্যুটের ছবি শেয়ার করেন অভিনেত্রী তো কখনও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন। নতুন বছরে খোশমেজাজে অভিনেত্রী। নতুনের রঙ গায়ে লাগিয়ে ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়ো পোস্ট করতে দেখা গেল শ্রীলেখাকে। যেখানে পুরোনো দিনের গানে জমিয়ে নাচলেন অভিনেত্রী।
পরনে স্লিভলেস কালো ব্লাউজ আর গেরুয়া-গোলাপি হ্যান্ডলুম শাড়ি। ‘বাবুজি ধীরে চলনা’ গানে শ্রীলেখার শরীরী মোচড় উঠে এল ইনস্টাগ্রামে। কিন্তু শ্রীলেখার এই নাচ দেখে অনেকেই অভিনেত্রীকে ট্রোল করতে শুরু করেন। নতুন বছরে বডি শেমিং-এর শিকার হতে হল অভিনেত্রীকে। কেউ লেখে, ‘কাতলা মাছের মতো লাগছে’। অপর একজন লেখেন, ‘বুড়ো বয়সের ভীমরতি, বিচ্ছিরি লাগছে’। এক নেটিজেন শ্রীলেখার উদ্দেশে লেখেন, ‘দিন দিন এত মোটা হয়ে যাচ্ছো কেন?’ পালটা জবাবে অভিনেত্রী লেখেন, ‘খেতে ভালোবাসি তাই গো’।
মাঝেমধ্যেই নিজের দিন-যাপনের টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন শ্রীলেখা। কখনও গান গেয়ে তা পোস্ট করেন ইনস্টাগ্রাম, আবার কখনও নিজের চারপেয়ে সন্তানদের দুষ্টুমির কাণ্ড ধরা পড়ে শ্রীালখার ইনস্টাগ্রামের দেওয়াল।
সম্প্রতি নিজের একমাত্র মেয়ে ঐশী (মাইয়া)-র নৃত্যনাট্য দেখতে হাজির হয়েছিলেন শ্রীলেখা। সেই লুকেই নিজের নাচের ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। মায়ের কর্তব্য পালনে সর্বদা দু-পা বাড়িয়ে শ্রীলেখা। ব্যস্ততার ফাঁকেও মেয়েকে সময় দিতে ভোলেন না তিনি। গত মাসেই ১৭য় পা দিয়েছে ঐশী। প্রাক্তন স্বামীকে সঙ্গে নিয়ে ধুমধাম করে মেয়ের জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল শ্রীলেখাকে। ২০০৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন শ্রীলেখা। বিয়ে ভাঙলেও প্রাক্তন স্বামীর সঙ্গে আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁর। তাঁদের একমাত্র সন্তান ঐশী।

শ্রীলেখার মোক্ষম জবাব
আরও পড়ুন- কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'র মুখ বাম-মনস্ক শ্রীলেখা! কটাক্ষ কুণালের,এল সপাট জবাব
আপতত অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও মন দিয়েছেন শ্রীলেখা। সম্প্রতি তাঁর প্রযোজিত এবং পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ প্রদর্শিত হয়েছে নন্দনে। ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন শ্রীলেখা। এর আগে ‘বিটার হাফ’ নামের একটি ছবিও তৈরি করেছেন শ্রীলেখা। চলতি সপ্তাহের গোড়াতেই কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'তেও অংশ নিয়েছেন অভিনেত্রী।