পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজার এক্স হ্যান্ডেল ব্লক করে দেওয়া হল ভারতে। পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর পর এই পাক মন্ত্রীকে নিয়ে বড়সড় পদক্ষেপে অবতীর্ণ হল ভারত। এর আগে, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। যাদের মোট ৬৩ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। প্ররোচনামূলক বক্তব্যের জন্য এই পদক্ষেপ নেওয়া হয় ওই চ্যানেলগুলির বিরুদ্ধে। এদিকে, এরই মাঝে ভারতীয় সেনার সাইবার স্পেসে হানা দেওয়ার চেষ্টা করতে থাকে পাকিস্তান বলে দাবি এএনআই-র খবরে।
ভারতীয় সেনার সাইবার স্পেসে হানার চেষ্টা পাকিস্তানের?
‘আইওকে হ্যাকার, ইন্টারনেট অফ খিলাফা’নামের এক সংগঠন, ভারতীয় সেনার সাইবার স্পেনে হানার চেষ্টা করেছে বলে সংবাদ সংস্থা এএনআইএর রিপোর্টে উঠে এসেছে। সেখানে তারা অনলাইন পরিষেবা ব্যহত তরতে ও ব্যক্তিগত তথ্য বের করার চেষ্টা করেছে। ভারতীয় সেনার বহুস্তরীয় সাইবার নিরাপত্তা সেই হানার চেষ্টা ধরে ফেলেছে। ফলত, ভারতীয় সেনার সাইবার স্পেসে হামলা করেও মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। সূত্র উল্লেখ করে এএনআই জানাচ্ছে, শ্রীনগরের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট, রানিখেতের এপিএস-র ওয়েবসাইট হ্যাক করে সেখানে নিজেরে প্রচারের চেষ্টা করেছে সংগঠন। এছাড়াও ‘আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেন’র ওয়েবসাইটে ডেটাবেসে হানার চেষ্টাও হয়েছে। জানা যাচ্ছে, ভারতীয় সেনার সাইবার স্পেসে ঢুকে পাকিস্তান হানার যে কয়টি চেষ্টা করেছিল, তার প্রভাব কোনও গোপন নেটওয়ার্ক বা অপরাশনাল কাজে পড়েনি।
( পহেলগাঁওয়ের জঙ্গি হাশিম মুসা পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডার? বিস্ফোরক দাবি রিপোর্টে)
( সন্ত্রাস নিয়ে ‘পাক মন্ত্রী আসিফের স্বীকারোক্তি…’, UNএ ইসলামাবাদকে ধুয়ে দিল দিল্লি!)
(দেশের এই জগন্নাথ মন্দির দেয় বর্ষার আগাম আঁচ? কী দেখে মেলে রহস্যময় ইঙ্গিত! লোকমুখে ফেরে ঘটনার কথা)
( কানাডার মসনদে ট্রুডোর পার্টির কার্নি! শুভেচ্ছায় মোদী লিখলেন,'আপনার সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে…')
( কানাডায় নিখোঁজের পর রহস্যমৃত্যু পঞ্জাবের AAP নেতার মেয়ের! কী ঘটেছে?)
আসিফ খোয়াজার অ্যাকাউন্ট ব্লক?
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। সদ্য এই আসিফ খোয়াজাই এক টিভি সাক্ষাৎকারে কার্যত স্বীকার করে নেন যে গত ৩ দশক ধরে কীভাবে সন্ত্রাসে মদত দিয়েছে তাঁর দেশ। সেই তথ্যকে হাতিয়ার করে এদিন রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা করে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের তরফের প্রতিনিধি যোজনা প্যাটেলের বক্তব্যে পাকিস্তানকে ‘দুবৃত্ত রাষ্ট্র’ বলে উল্লেখ করা হয়।