ISL vs I-League vs IWL prize money: ইতিহাস গড়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল। প্রথমবার ভারত সেরা হ𓆉য়েছে তারা। ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) জিতে প্রথমবার ক্লাব তাঁবুতে আইলিগ নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। এই জয়ের পরে পুরস্কার দেওয়া নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। তবে এর মাঝেই টুর্নামেন্টের পুরস্কার অর্থ নিয়েও ফেডারেশনের দিকে আঙুল উঠছে।
ISL থেকে আইলিগ ও ভারতীয় মহিলা লিগে কত টাকা পুরস্কার মূল্য দেওয়া হয়-
১) আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন দল ৬ কোটি টাকা পুরস্কার পায়। রানার্স-আপ দল ৩ কোটি টাকা। তৃꦍতীয় স্থানের দল ১.৫ কোটি টাকা ও চতুর্থ স্থানের দল ১.৫ কোটি টাকা পেয়ে থাকে। এছাড়াও ম্যাচ সের💙া খেলোয়াড়কে ৫০,০০০ টাকা দেওয়া হয়।
২) আইএসএল শিল্ড বিজয়ী দল ৩.৫ কোটি টাকা পেয়ে থাকে।
আরও পড়ুন… ইস্টবেঙ্গলের হয়ে ট্রফি গ্রহণ ক্র𝔍ীড়ামন্ত্রীর! আদৌও সেটা হয়? কী আছে ফিফার প্রথায়?
৩) এরপরে আসে আই লিগের পুরস্কার মূল্য। চ্যাম্পিয়🍎ন দল পায় ১ কোটি টাকা। রানার্স-আপ দল পায় ৬০ লক্ষ টাকা। লিগের তৃতীয় স্থানে থাকা দল পা🍸য় ৪০ লক্ষ টাকা। চতুর্থ স্থানে থাকা দল পায় ২৫ লক্ষ টাকা। প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টকে দেওয়া হয় ৫ লক্ষ টাকা। প্লেয়ার অফ দ্য ম্যাচকে দেওয়া হয় ২৫,০০০ টাকা।
৪) আই লিগ দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়নকে দেওযা হয় ৫০ লক্ষ টাকা। রান🎀ার্স-আপ দল প♐ায় ২৫ লক্ষ টাকা। প্লেয়ার অফ দ্য ম্যাচকে দেওয়া হয় ১২,৫০০ টাকা।
৫) আইডব্লিউএল (ভারতীয় মহিলা লিগ) চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ১০ লক্ষ টাকা। রানার্স-আপ দল পায় ৫ লক্ষ টাকা। প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টকে দেওয়া হয় ১.২৫ লক্ষ টা🦩কা। এছাড়া প্লেয়ার অফ দ্য ম্যাচ ৫♛,০০০ টাকা করে পান।
আরও পড়ুন… রোহিত শর্মায় আচ্ছন্ꦍন ট্র্যাভিস হেড! IPL 2025-এ M🅠I vs SRH ম্যাচে দেখা গেল অবাক করা ছবি
এদিন ইস্টবেঙ্গলের মহিলা দল কত টকা পেল
সকলেই জানতে চাইছে ইন্ডিয়ান উইমেন্স লিগ জেতার পরে ইস্টবেঙ্গল মহিলা দল কত টাকা পুরস্কার মূল্য পেল? আসলে চ্যাম্পিয়ন হওয়ার পরে ১০ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে ইস্টবেঙ্গল। এর পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে অতিরিক্ত ১২ লক্ষ বোনাস প্রদান করা হয়েছে। ম্যাচের পরে ইস্টবেঙ্গলের সভাপতি মুরারী লাল লোহিয়া অধিনায়ক এবং কোচের হাতে এই চেক তুলে দেন। ফলে চ্যাম্পিয়ন হওয়ার পরে চ্যাম্পি🌊য়ন ইস্টবেঙ্গল দল পেয়েছে মোট ২২ লক্ষ টাকা।
আরও পড়ুন… E🔥a💝st Bengal Champion: এলশাদাই-এর জোড়া গোল, গোকুলামকে ৩-০ হারিয়ে ট্রফি তুলল ইস্টবেঙ্গল
কবে বদলাবে এই ছবি?
তবে ভারতীয় ফুটবলে মহিলা ফুটবলের পুরস্কার মূল্য দেখলে অবাক হতেই পারেন অনেকে। কারণ যেখানে আইএসএল কোটিতে খেলছে সেখানে আইলিগ লক্ষতে খেলছে। আর মহিꩵলা ফুটবল লক্ষেও𓃲 খেললে সে এখন অনেক নীচে রয়েছে। আইলিগ দ্বিতীয় ডিভিশনে যে আর্থিক পুরস্কার দেওয়া হয়, ভারত সেরা মহিলা দল তো সে টাকাও পায় না। কবে এই ছবি বদলাবে সেটাই এখন দেখার।