Brazil New coach Carlo Ancelotti: জল্পনা তুঙ্গে, নেইমারদের কোচ হতে চলেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলোত্তি। কার্লো আনসেলোত্তি এবং ব্রাজিলের মধ্যে মূলত একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে ইতালীয় কোচ ২০২৬ বিশ্বকাপের জন্য সেলেকাও (ব্রাজিল জাতীয় দল)-এর প্রধান কোচ হবেন। জানা যাচ্ছে চুক্তিটি জুন মাস থেকে কার্যকর হবে, ক্লাব বিশ্বকাপের পরে নয়। রিয়াল মাদ্রিদ এবং আনসেলোত্তি সৌহার্দ্যপূর্ণভাবে আলাদা হবে। জানা যাচ্ছে এখন শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করাটাই বাকি।
স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলোত্তি ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। প্রবীণ এই ইতালিয়ান কোচের রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও এক বছরের চুক্তি থাকলেও, আর্সেনালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বিদায় এবং প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে কোপা দেল রে-তে পরাজয়ের পর, সান্তিয়াগো বার্নাবেউ থেকে তাঁর বিদায় এখন প্রায় নিশ্চিত।
আরও পড়ুন … ভিডিয়ো: জানো আমি কী ভেবেছিলাম? ম্যাচ শেষ করব তারপর… সামনে এল রাহুল-কোহলির আড্ডা
বার্সার কাছে পরাজয়ের পরে আনসেলোত্তি স্বীকার করেছিলেন যে, ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে এবং তাঁর যে ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে তারও একটা পূর্বাভাস দিয়েছিলেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আনসেলোত্তি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আগে অর্থাৎ চলতি বছরের জুন মাসেই ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপের আগে তিনি রিয়াল মাদ্রিদ ছাড়বেন।
ব্রাজিল মার্চ মাসে আর্জেন্তিনার কাছে ৪-১ গোলে লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে। বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল, যেখান থেকে তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে।
আরও পড়ুন … সুনীল যোশীর ইন্টারভিউ নিলেন লক্ষ্মণ, আগরকর! BCCI CoE পদের লড়াইয়ে একাধিক বড় নাম
গত মরশুমে আনসেলোত্তি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের ডাবল জেতাতে নেতৃত্ব দেন, যেখানে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো গোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ। রিয়াল মাদ্রিদে তাঁর প্রথম মেয়াদে আনসেলোত্তি ‘লা ডেসিমা’ (ক্লাবের ১০ম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা) জয় করেন।
আরও পড়ুন … ১৭৭/৩ থেকে ২১৭/৯! তাইজুলের ৫ উইকেট, BAN vs ZIM 2nd Test-এর প্রথম দিনে বাংলাদেশের প্রত্যাবর্তন
তিনি দুই মেয়াদে মোট তিনবার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। ২০১৫ সালে তাঁকে ছাঁটাই করা হলেও, ২০২১ সালে জিনেদিন জিদান পদত্যাগ করার পর তাঁকে আবারও দলে নিয়ে আসা হয়।
এই মরশুমে রিয়াল মাদ্রিদ রক্ষণভাগে দুর্বলতা দেখিয়েছে এবং লা লিগায় তারা শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে। তাই লা লিগা শিরোপা ধরে রাখাই তাদের বড় ট্রফি জয়ের শেষ আশার জায়গা।আনসেলোত্তি এর আগে এসি মিলান, চেলসি ও পিএসজি-র মতো ক্লাবও কোচিং করিয়েছেন।