জাহির খান এবং সাগরিকা ঘাটগের পরিবার আলো করে এল পুত্রসন্তান। বুধবার সকালের দিকে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির এবং সদ্যোজাত সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ‘চক দে ইন্ডিয়া’-র অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা💙, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের প্রিয় ছোট্ট শিশু, ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।’ আর তারপরই শুভেচ্ছায় ভ𝕴েসে গিয়েছেন দম্পতি। শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, আকাশ চোপড়া, আরপি সিংরা। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের স্ত্রী দেবিশা শেট্টি, অভিনেতা অঙ্গদ বেদীরা।
‘ফতেহসিং’ নামের মানে কী?
আর জাহির ও সাগর𒐪িকার পুত্রসন্তানের নামের ক্ষেত্রে বিশেষত্ব আছে। ওনলি মাই হেলথের রিপোর্ট অনুযায়ী, ফতেহসিং নামটা দু🌸টি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে - 'ফতেহ' এবং 'সিং'। হিন্দি ও উর্দুতে 'ফতেহ'-র অর্থ হল বিজয়। আর 'সিং'-র অর্থ হল সিংহ। অর্থাৎ 'ফতেহসিং'-র অর্থ হল 'জয়ী সিংহ'। যে নামটা সাধারণত উত্তর ভারতের মানুষ দিয়ে থাকেন বলে বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে।
ভিনধর্মে প্রেম করে বিয়ে করেন জাহির ও সাগরিকার
এমনিতে ২০১৭ সালের নভেম্⛄ব𝐆রে বিয়ে হয় জাহির এবং সাগরিকার। বিয়ের পরে জাহির বলেছিলেন, ‘বিয়ের পরে যাতে আমরা কোলহাপুরের আম্বাবাই মাতার আর্শীবাদ নিই, কাগালের রামমন্দির দর্শন করে আবার যাতে মন্দির সংলগ্ন দরগায় মাথা ঠেকাই, সেই বিষয়টি নিশ্চিত করেছিলেন শ্বশুরমশাই।'
আর ‘চক দে ইন্ডিয়া’ সিনেমায় সাগরিকা শাহরুখ খানের ‘ছাত্রী’ সাগরিকা বলেছিলেন, ‘আমাদের বাবা-মা কখনওই আমাদের একটি ধর্মের বৃত্ꦚতেই আটকে থাকতে শেখায়নি। সেই 🌞কারণেই আমরা (জাহির এবং সাগরিকা) পরস্পরের ধর্মকে সম্মান করি।’
(বিস্তারিত পরে আসছে)