সাতপাকে বাঁধা পড়লেন𝓰 দিলীপ ঘোষ। দাপুটে বিজেপি নেতা ৬০ পেরিয়ে সাতপাকে বাঁধা পড়লেন প্রেমিকা রিঙ্কু মজুমদারের সঙ্গে। বৈদিক মতে বিয়ে সারলেন তাঁরা। তাঁদের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়ে কী বললেন ঋদ্ধি সেন, দোলন রায়, দীপঙ্কর দে?
আরও পড়ুন: লিমকা বুক অব রেকর্ডসে ‘অতি উত্তম’! কোন ♛নজﷺির গড়ায় এই সাফল্য পেল সৃজিতের ছবি?
দিলীপ ঘোষকে শুভেচ্ছা দোলন দীপঙ্করের
সাতপাকে বাঁধা পড়লেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। তাঁদের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন দোলন রায় এবং দীপঙ্কর দে। উক্ত দম্পতিও প্রায় ২৭ বছর লিভ ইনের পর ২০২০ সালেই সাতপাকে বাঁধা পড়েছেন। এদিন দিলীপ ঘোষ জীবনের নতুন ইনিংস শুরু করতেই দোলন রায় আজকালকে জানিয়েছেন, 'উনি বিয়ে করছেন কারণ ওঁর ইচ্ছে হয়েছে, মনে হয়েছে তাই। ওঁর মতো দাপুটে একজন নেতা, কঠিন ব্যক্তিত্বের মানুষ বিয়ে করছে দেখে বেশ মজা লাগছে। আরও মজা লাগছে ওঁর মতো একজন মানুষ দাম্🉐পত্য জীবনের বিষয়গুলো কীভাবে সামলাবেন সেটা ভেবে।' দীপঙ্কর দেও চান এই ষাটোর্ধ্ব বিজেপি নেতার বিবাহিত জীবন ভালো হোক। ভালো থাকুন তাঁরা। তাঁর মতে বিয়ে একটি অত্যন্ত ব্যক্তিগত বিষয়। তাই সেটা নিয়ে বিশেষ কিছু বলার থাকে না।
কী বললেন ঋদ্ধি?
দ♋িলীপ ঘোষ সাতপাকে বাঁধা পড়ছেন এই খবর জেনেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান ঋদ্ধি সেন। লেখেন, 'কিচ্ছু চাননি উনিꦆ,আজীবন ভালোবাসা ছাড়া উনিও তাদেরই দলে,বার বার মরে যায় যারা ? রাজনীতি,বিরোধী রাজনীতি,ভোটের রাজনীতি,ঘৃণার রাজনীতি, সবাইকে ‘রগড়ে’ দিতে পারে একটাই জিনিস - প্রেম।'
আরও পড়ুন: নিজের জন্মদিনেই মেয়ের সঙ্গে আলাপ করা𝕴লেন রাহুল! একরত্তির🧸 কী নাম রাখলেন আথিয়ারা?
প্রসঙ্গত এদিন নিজ বাসভবনে সাতপাকে বাঁধা পড়লেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। বৈদিক মতে তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছে। প্রকাশ্যে এসেছে সিঁদুর দানের ছবি। জানা গিয়েছে রিঙ্কু মজুমদারের একটি সন্তান আছে। তাঁর বয়স ৫১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত। নিউটাউনের বিজেপি মহিলা মোর্চার নেত্রী তিꩲনি। দিলীপই নাকি রিঙ্কুকে বিজে꧅পির মহিলা মোর্চায় নিয়ে এসেছিলেন। সম্প্রতি ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচের সময় দিলীপ ঘোষ আর রিঙ্কুর বিয়ের পাকা কথা হয় বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।