বুধবার এল স্টার জলসার নতুন ধারাবাহিক বুলেট সরোজিনীর প্রোমো। মুখ্য চরিত্রে দেখা গেল দিয়া বসু, অর্ণব বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বীর শর্মাকে। তবে আপাতত প্রোমোই এল, স্লট🙈 ঘোষণা করা হয়নি চ্যানেলের পক্ষ থেকে। সঙ্গে বুলেট সরোজিনী-র আরেক চমক হল শ্রীময়ী চট্টোরাজ। খুব সম্ভবত নায়িকা দিয়া অর্থাৎ সরোজিনীর শাশুড়ির চরিত্রে দেখা ℱযাবে।
প্রোমোয় দেখা গেল বাইকে স্টার্ট দিচ্ছে সরোজিনী। মা-বাবা মারা যাওয়ার পর মেয়েটি মানুষ হয়েছে, কাকা-কাকিমার কাছে। তবে সেখানে প্রতিবেলা ভাত খাওয়ার জন্যও, টাকা দিতে হয়। সঙ্গে ফ্ল্যাশব্যাক🃏ে আসে, একটি সুখ⛦ী পরিবার। মা-বাবা-তিন সন্তান। এরপরই দেখা যায় যে, খুন করা হচ্ছে সেই ভদ্রলোক ও ভদ্রমহিলাকে। বোঝা যায়, মেয়েটি সরোজিনী। যে নিজের চোখে দেখে খুন করা হচ্ছে মা-বাবাকে। হারিয়ে যায় তার ভাই ও বোন।
আরও পড়ুন: মদ খেয়ে পিষে মারল পরিচালক! ভিডিয়ো বউমা থেকে বাদ গেলেন ঋ-স্যান্ডি﷽, কে এলেন সিরিয়াল নতুন?
প্রোমোয় দেখানো হয়েছে যে, সর💮োজিনী কোনো কিছু একটি খামে ভরে ঢুকিয়ে দেয় লেটার বক্সে, দিয়ে ফোনে অনুরোধ জানায়, ‘সব খবর দেওয়া আছে। আগের জায়গাতেই রাখা আছে। এবার প্লিজ দেখুন যেন রিপোর্টারের চাকরিটা হয়ে যায়।’
সেই সময়ই দে🌄খা মেলে অর্ণব বন্দ্য়োপাধ্যায়ের। অর্ণবের চরিত্রে𝓀র নামও এখানে অর্ণব। সরোজিনীকে সে একটি বই উপহার দেয়, প্রকাশ করে মনে জমে থাকা ভালোবাসা। আর তাতে নায়িকাও যখন মত দিতে যাবে, ঠিক তখনই সরোজিনীর কাছে আসে একটি ফোন।
সেই ফোনে অপরপ্রান্ত থেকে নির্দেশ আসে যে, সরোজিনী যদি নিজের মা-বাবার খুনি ও হারিয়ে যাওয় ভাই-বোনকে খুঁজে পেতে চায়, তাহলে সেই ব্যক্তির কথামতোই তাকে বিয়ে করতে হবে। রাগিনী চ্যাটার্জীর ছেলে, রণদেব চ্যাটর্জীর ঘরের বউ হয়ে আসে সরোজিনী। এরপরই দিয়া থুরি সরোজিনীকে দেখা মেলে, বেনারসিতে বিয়ের সাজে। হাতে ফুলের মালা। আর সরোজিনীর শাশুড়ির সাজে দেখা গেল, শ্রীময়ী চট্টোর🍃াজকে। মা হওয়ার পাঁচ মাস পর তিনি ফি🐎রছেন কাজে।
আরও পড়ুন: ব্রেক ফেল নয়, ইচ্ছাকৃত 𝓀ভাবে পথচারীকে ধাক্কা পরিচালক ভিক্টোর! সামনে এল CCTV ফুটেজ
ক্যানিংয়ের মিনু, জীবন সাথী, হৃদয়হরণ বিএ পাসের মতো ধারাবাহিকে দেখা গিয়েছে দিয়াকে এর আগে। অর্ণব মুখোপাধ্য়ায়কে কাজ করেছেন আলতা ফড়িং ধারাবাহিকে ব্যাঙ্ক বাবু হিসেবে। আর সরস্বত🌟ীর প্রেম, মউয়ের বাড়ি, সোহাগ চাঁদ-এ।
এবার প্রশ্ন কোন স্লটে আসবে বুলেট সরোজিনী। কনাঘুষো, টিআরপি হঠাৎ করে পড়ে যাওয়া কথা-র স্লট💜 বদল হতে চলেছ। পাঠিয়ে দেওয়া হবে রাত সাড়ে ১০টায় শুভ বিবাহ-র স্লটে। শুভ বিবাহ 𝔍শেষ করা হবে।