দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীদের ঈশ্বরের মতো সম্মান দেওয়া নতুন কথা নয়। রজনীকান্ত, এনটিআর, শ্রীদেবী, সোনু সুদ, নয়নতারা এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাদের নামে মন্দির রয়েছে দক্ষিণ ভারতে। এমনকি অমিতাভ বচ্চনের মন্দিরও রয়েছে দক্ষিণ ভারতে। তেমনি একটি মন্দির অন্ধ্রপ্রদেশের ‘দ্যা টেম্পল অফ সামান্থা’।
অন্ধ্রপ্রদেশের তেনালি সন্দীপ নামে এক ব্যক্তি, যিনি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে নিজেকে পরিচয় দেন। প্রিয় অভিনেত্রীর নামে একটি মন্দিরও তৈরি করেছেন তিনি, যেখানে স্থাপিত রয়েছে সামান্থা মূর্তি। প্রতিবছরের মতো এই বছরেও সামান্থা জন্মদিন উপলক্ষে মন্দিরে বিশাল বড় আয়োজনের ব্যবস্থা করেছিলেন তিনি।
আরও পড়ুন: ‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব...’! সন্ত্রাসী হামলায় ভয় না পাওয়ার আহ্বান সুনীলল শেট্টির
অন্ধ্রপ্রদেশের এই ব্যক্তির প্রিয় অভিনেত্রীর জন্মদিন পালনের একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মন্দিরের সামনে সামান্থার দুটো মূর্তি রয়েছে। একটি বড় এবং একটি সামান্য ছোট। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মন্দিরকে সাজানো হয়েছে ফুল দিয়ে।
ছোট ছোট শিশুদের নিয়ে মন্দিরের সামনে সামান্থার নাম করে কেক কাটতে দেখা যায় সন্দীপকে। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে উপলক্ষে মন্দিরের দালানে শিশুদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থাও রেখেছিলেন তিনি।
আরও পড়ুন: বউমার জন্য এমনটা করবে ছেলে! ছেলের কোন পদক্ষেপ মেনে নেননি মাধুরীর শ্বশুর-শাশুড়ি
আরও পড়ুন: 'সমালোচনা কষ্ট দেয়...', কেশরী চ্যাপ্টার ২ সাফল্যের মাঝেও কেন মন ভার অক্ষয়ের?
সংবাদমাধ্যমের তরফ থেকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার নাম তেনালি সন্দীপ। আমি অন্ধ্রপ্রদেশের বাপাতলার আলাপারু গ্রাম থেকে এসেছি। আমি সামান্থার বিরাট বড় ভক্ত। গত তিন বছর ধরে ওঁর জন্মদিন পালন করে আসছি আমি। এই মন্দিরটিও স্থাপন করেছি আমি। প্রতিবছর এই মন্দিরে আমি বাচ্চাদের খাওয়াই এবং কেক কাটি।’
সামান্থা প্রসঙ্গে
২০২৪ সালে বরুণ ধাওয়ানের সঙ্গে সিটাডেল নামক একটি সিনেমায় অভিনয় করেছিলেন সামান্থা। দুর্ভাগ্যবশত সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। আপাতত বেশ কয়েকটি প্রজেক্টের যুক্ত রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে নাগা চৈতন্যের প্রাক্তন স্ত্রী সামান্থা। আপাতত সিঙ্গল।