বাংলাদেশে ছেড়ে কার্য⭕ত পালিয়ে যেতে বাধ্য় হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশে কার্যত কোণঠাসা আওয়ামি লীগ। এদিকে কালের কণ্ঠ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্য়ে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ধর🐻নের বার্তা।
ওই প্রতিবেদনে জানা গিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সমস্ত থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে গোয়েꦦন্দা♓ পুলিশের একটা গোপন রিপোর্টে এমন তথ্য় উল্লেখ করা হয়েছে। এমনটাই উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার অর্থাৎ ৯ ༺এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়। সেখানে ৮ দফা নির্দেশ দেওয়া হয়েছে। এই ৮ দফা দাবির মধ্য়ে অন্য়তম হল সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্যাকিং করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌকার ঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি আরও বাড়ানো, বিএনপি ও জামাতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করা, এর মাধ্যমে যারা উসকানি দিচ্ছেন তাদের চিহ্নিত করা যাবে, যারা অর্থ দিয়ে এই সমস্ত ক্ষেত্রে সহায়তা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া, ভাড়া গাড়ি ও স্ট্যান্ডগুলির উপর বিশেষভাবে নজর দেওয়া।
এদিকে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে চট্টগ্রাম জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ জুনায়েত কাউছার বলেন, আমি নির্দিষ্ট কোনও চিঠির বিষয়ে নিশ্চিত নই। তবে হুমকি বা গুজব পেলে আমღরা নিয়মমাফিক প্রস্তুতি নিই। যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে। পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে।
তবে আওয়ামি লীগের তরফে এনিয়ে কোনও বার্তা বা প্রতিক্রিয়া মেলেনি। তবে সোশ্য়াল মিডিয়ায় এꦬনিয়ে নানা চর্ౠচা চলছে।