প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরেই বাংলাদেশের আইন কানুন থেকে শুরু করে সব ক্ষেত্রে পরিবর্তন করে চলেছেন মহম্মদ ইউনুসের সরকার। এবার বাংলাদেশের নাম পরিবর্তনের দাবি উঠল। একটি ইসলামিক দল বাংলাদেশের নাম পরিবর𒊎্তন প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাব, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে নাম বদল করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ’ বা জনকল্যাণকর রাষ্ট্র বাংলাদেশ রাখতে হবে। এই মর্মে ইসলামি আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত কমিশনের কাছে প্রস্তাব জমা দিয়েছে।
আরও পড়ুন: ‘আপনা🅘র বাণিজ্য এজেন্ডার সম🐼র্থনে..’, ট্রাম্পকে আরও এক বার্তা ইউনুসের! বক্তব্য কী?
দলের তরফে মহাসচিব প্রিন্সিপ্যাল হাফেজ মৌলানা ইউনুস আহমেদের নেতৃত্বে কয়েকজন সদস্য কমিশনের প্রধান অধ্যাপক আলি রিয়াজের কাছে লিখিত আকারে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। জানা গিয়েছে, দলটি জাতীয় ঐক্যমত কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৩০টি প্রস্তাবে সহ🍷মত প্রকাশ করেছে। তবে ২৫টি প্রস্তাবের বিষয়ে একমত নয় দলটি। ১১টি প্রস্তাবকে আংশিকভাবে সমর্থক করেছে। এর পাশাপাশি দলের তরফে ৪১টি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে । এছাড়াও রয়েছে ৪টি মৌলিক প্রস্তাব। দলের অন্য এক সদস্য আশরাফ আলি আকন চারটি প্রস্তাব দিয়ে জানিয়েছেন, প্রতিটি ক্ষেত্রে চারটি জায়গায় জবাবদিহি করতে হবে। সেগুলি হল আল্লাহর কাছে, বিবেকের কাছে, জনগণের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
এছাড়া, চুরি, দুর্নীতি, অপরাধ, ধর্ষণ ঠেকাতে শরিয়াহ আইন প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর দাবি, এই আইন খুবই কার্যকরী। ভোট নিয়েও কিছু প্রস্তাব দিয়েছে দলটি। আশরাফ আলি সংখ্যানুপাতিক হারে নির্বাচন এবং সংসদ নির্বাচনে যেমন মানুষ সরাসরি অংশগ্রহণ করে তেমনি রাষ্ট্রপতি পদেও নির্বাচনেও মানুষের সরাসরি অংশগ্রহণ থাকতেꦆ হবে।
জানা গিয়েছে, কমিশন সমস্ত প্রস্তাব খতিয়েꩵ দেখবে। যেগুলিতে মতানৈক্য দেখা হবে সেগুলি পর্যালোচনা করা হবে। আগামীকাল শনিবার থেকে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করবে। সেই আলোচনা ১৫ মে এর মধ্যে শেষ করে কাজ সম্পন্ন করার ꩲপরিকল্পনা রয়েছে ১৫ জুলাইয়ের মধ্যে।