বাংলা নিউজ >
দেখতেই হবে >
2025 New Year Video: তিরুপতি থেকে কামাখ্যা, নতুন বছরের সকালে দেশের বহু প্রান্তের মন্দিরে ভক্তের ঢল
Updated: 01 Jan 2025, 03:37 PM IST
Laxmishree Banerjee
তীর্থ করেই শুরু হল ভক্তের নতুন বছর। ২০২৫ সালে পা দিয়েই মন্দিরে ভিড় জমালেন ভক্তেরা। সারা দেশ জুড়ে বিভিন্ন ছোট-বড় মন্দিরে এদিন উপচে পড়ল ভক্তের ঢল। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির, অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি দেবস্থানাম মন্দির, শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির, গুয়াহাটির কামাখ্যা মন্দির, মাথুরের প্রেম মন্দির সহ একাধিক মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন ভক্তেরা। ভক্ত ও ভগবানের এই প্রতিটি দৃশ্যের কোলাজ রইল একই ফ্রেমে।